Ajker Patrika

অর্ধেক আসন ফাঁকা রেখে চলছে বাস-ট্রেন-লঞ্চ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৪ মে ২০২১, ১২: ৪২
অর্ধেক আসন ফাঁকা রেখে চলছে বাস-ট্রেন-লঞ্চ

ঢাকা: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টানা ৪৯ দিন বন্ধ থাকার পর দূরপাল্লার বাস, ট্রেন, ও লঞ্চ চালু হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিভিন্ন গন্তব্যে এসব পরিবহন অর্ধেক যাত্রী নিয়েই ছেড়ে গেছে।

দূরপাল্লার বাসের ক্ষেত্রে যাত্রীদের দিতে হচ্ছে ৬০ শতাংশ ভাড়া। ঢাকা থেকে রাজশাহীর ভাড়া ছিল ৪৫০ টাকা, বর্তমানে এই ভাড়া নেওয়া হচ্ছে ৭৪০ টাকা। বাসের ভাড়া নিয়ে যাত্রীরা কিছুটা অখুশি। তবে দীর্ঘদিন পরে বাস চলায় পরিবহন মালিক ও শ্রমিকেরা বেশ খুশি। সকাল থেকে সব রুটেই ছেড়ে গেছে দূরপাল্লার বাস।

দূরপাল্লার বাস চলার ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যে নির্দেশনা দিয়েছে, যাত্রার শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে বাস জীবাণুমুক্ত করতে হবে। চালক, শ্রমিক ও যাত্রী—সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে। ৬০ শতাংশের বেশি ভাড়া নেওয়া যাবে না। স্যানিটাইজারের ব্যবস্থা থাকতে হবে বাসে।

ছবি: সংগৃহীতসারা দেশে ২৮ জোড়া আন্তনগর ট্রেন, নয়টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল করবে আজ। এর মধ্যে কমলাপুর রেলস্টেশন থেকে অর্ধেক যাত্রী নিয়ে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।

এই বিষয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, টিকিট এবং মাস্ক ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রতিটি ট্রেন ছাড়ার আগে স্যানিটাইজ করা হয়েছে। স্টেশনের কাউন্টারে কোনো টিকিট দেওয়া হচ্ছে না। সব টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।

আজ চলছে সেসব ট্রেন

আন্তনগর ট্রেন-সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি/তূর্ণা, মহানগর প্রভাতী/তূর্ণা, তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, সাগরদাঁড়ী এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, টুঙ্গীপাড়া এক্সপ্রেস।

ছবি: সংগৃহীতমেইল ও কমিউটার ট্রেন-কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার, বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, ঢাকা কমিউটার, রকেট মেইল, মহানন্দা এক্সপ্রেস, পদ্মরাগ কমিউটার, উত্তরা এক্সপ্রেস।

অন্যদিকে সদরঘাট টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বেশির ভাগ লঞ্চ বিকেলে দক্ষিণাঞ্চলের দিকে ছেড়ে যাবে। তবে সকালের দিকে চাঁদপুরের দিকে কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে।

লঞ্চ চলাচলের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম-পরিচালক (ঢাকা নদী বন্দর) জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, আজ থেকে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে লঞ্চগুলোকে যাত্রী পরিবহন করতে হবে। এটা নিশ্চিত করার জন্য বিআইডব্লিউটিএ সার্বক্ষণিক নজরদারি করবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল সরকার লকডাউনের বিধিনিষেধ আরোপ করলে যাত্রীবাহী বাস-ট্রেন-লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত