নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ ও উচ্চকক্ষের বিষয়ে নতুন প্রস্তাব দেবে জাতীয় ঐকমত্য কমিশন। একই সঙ্গে সংসদে নারী আসনের বিষয়েও নতুন করে প্রস্তাব দেবে কমিশন। বিভিন্ন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সোমবারের সংলাপের আলোচ্যসূচিতে সংসদে নারী আসন এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, প্রত্যেক প্রশাসনিক জেলা হতে একজন এবং সিটি করপোরেশন হতে একজন প্রতিনিধির সমন্বয় উচ্চকক্ষের বিকল্প প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে দেবে জাতীয় ঐকমত্য কমিশন। একই সঙ্গে উভয় কক্ষের নির্বাচনের কথাও সেখানে বলা আছে।
আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে হতে যাওয়া দ্বিতীয় ধাপের সংলাপের ১৩ তম দিনের অধিবেশন এমন প্রস্তাব উপস্থাপন করা হবে বলে সূত্রে জানা গেছে। সংলাপের আলোচ্যসূচিতে সংসদে নারী আসন এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। উচ্চকক্ষের নির্বাচন নিয়ে নতুন প্রস্তাব উপস্থাপন করা হবে।
সূত্র জানিয়েছে, উচ্চকক্ষ রাজনৈতিক দলগুলো ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষের নির্বাচনের জন্য ১০০ জন প্রার্থী মনোনীত করবেন, অথবা প্রত্যেক প্রশাসনিক জেলা হতে একজন এবং প্রত্যেক সিটি করপোরেশন হতে একজন করে প্রতিনিধির সমন্বয়ে উচ্চকক্ষ গঠিত হবে। জাতীয় সংসদ (নিম্নকক্ষ) এবং উচ্চকক্ষের নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হবে।
গত মাসের মাঝামাঝি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে একমত হয় সিপিবি ও বাসদ ছাড়া ২৮টি দল ও জোট। এর মধ্যে—বিএনপি, এনডিএম, লেবার পার্টি, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট বিদ্যমান সংরক্ষিত নারী আসন (আসনের অনুপাত) নির্বাচনের মত উচ্চকক্ষের নির্বাচন চায়। জামায়াত ও ইসলামি আন্দোলন সংখ্যানুপাতিকে উভয় কক্ষের ভোট চায়। এনসিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টিসহ ২১ দলই সংখ্যানুপাতিকে উচ্চকক্ষের নির্বাচনের কথা বলে।
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ আসনে উন্নীত করার প্রস্তাব করা হয় এবং সরাসরি নির্বাচনের কথা কথা বলা হয়। নারী আসন বাড়ানোর কথা বলা হলেও সরাসরি নির্বাচনের বিরোধিতা করেছে বিএনপি ও সমমনারা। জামায়াত ও ইসলামি আন্দোলন সংখ্যানুপাতিকে ১০০ নারী আসনের পক্ষে। এনসিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, সিপিবি, বাসদসহ অধিকাংশ দল নারী আসনে সরাসরি ভোটের কথা বলে।
কয়েকটি দল সংরক্ষিত নারী আসন বাদ দিয়ে বিদ্যমান সংসদীয় আসনের নির্বাচনে দলগুলোকে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী নিশ্চিতের কথা বলা হয়। এমন অবস্থায় নারী আসন নিয়ে নতুন প্রস্তাব সোমবার দলগুলোর সামনে উপস্থাপন করবে জাতীয় ঐকমত্য কমিশন।
সেগুলো হচ্ছে—সংবিধানে উল্লিখিত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্ত। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সকল রাজনৈতিক দল ২৫ বা ততোধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই সকল রাজনৈতিক দল তাদের মোট প্রার্থীর মধ্যে ন্যূনতম এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থিতা নিশ্চিত করবে। একই সঙ্গে সংবিধানের জাতীয় সংসদ নিয়ে থাকা ৬৫ অনুচ্ছেদ সংশোধনের কথা বলা হয়েছে।
দেশে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ ও উচ্চকক্ষের বিষয়ে নতুন প্রস্তাব দেবে জাতীয় ঐকমত্য কমিশন। একই সঙ্গে সংসদে নারী আসনের বিষয়েও নতুন করে প্রস্তাব দেবে কমিশন। বিভিন্ন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সোমবারের সংলাপের আলোচ্যসূচিতে সংসদে নারী আসন এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, প্রত্যেক প্রশাসনিক জেলা হতে একজন এবং সিটি করপোরেশন হতে একজন প্রতিনিধির সমন্বয় উচ্চকক্ষের বিকল্প প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে দেবে জাতীয় ঐকমত্য কমিশন। একই সঙ্গে উভয় কক্ষের নির্বাচনের কথাও সেখানে বলা আছে।
আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে হতে যাওয়া দ্বিতীয় ধাপের সংলাপের ১৩ তম দিনের অধিবেশন এমন প্রস্তাব উপস্থাপন করা হবে বলে সূত্রে জানা গেছে। সংলাপের আলোচ্যসূচিতে সংসদে নারী আসন এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। উচ্চকক্ষের নির্বাচন নিয়ে নতুন প্রস্তাব উপস্থাপন করা হবে।
সূত্র জানিয়েছে, উচ্চকক্ষ রাজনৈতিক দলগুলো ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষের নির্বাচনের জন্য ১০০ জন প্রার্থী মনোনীত করবেন, অথবা প্রত্যেক প্রশাসনিক জেলা হতে একজন এবং প্রত্যেক সিটি করপোরেশন হতে একজন করে প্রতিনিধির সমন্বয়ে উচ্চকক্ষ গঠিত হবে। জাতীয় সংসদ (নিম্নকক্ষ) এবং উচ্চকক্ষের নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হবে।
গত মাসের মাঝামাঝি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে একমত হয় সিপিবি ও বাসদ ছাড়া ২৮টি দল ও জোট। এর মধ্যে—বিএনপি, এনডিএম, লেবার পার্টি, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট বিদ্যমান সংরক্ষিত নারী আসন (আসনের অনুপাত) নির্বাচনের মত উচ্চকক্ষের নির্বাচন চায়। জামায়াত ও ইসলামি আন্দোলন সংখ্যানুপাতিকে উভয় কক্ষের ভোট চায়। এনসিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টিসহ ২১ দলই সংখ্যানুপাতিকে উচ্চকক্ষের নির্বাচনের কথা বলে।
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ আসনে উন্নীত করার প্রস্তাব করা হয় এবং সরাসরি নির্বাচনের কথা কথা বলা হয়। নারী আসন বাড়ানোর কথা বলা হলেও সরাসরি নির্বাচনের বিরোধিতা করেছে বিএনপি ও সমমনারা। জামায়াত ও ইসলামি আন্দোলন সংখ্যানুপাতিকে ১০০ নারী আসনের পক্ষে। এনসিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, সিপিবি, বাসদসহ অধিকাংশ দল নারী আসনে সরাসরি ভোটের কথা বলে।
কয়েকটি দল সংরক্ষিত নারী আসন বাদ দিয়ে বিদ্যমান সংসদীয় আসনের নির্বাচনে দলগুলোকে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী নিশ্চিতের কথা বলা হয়। এমন অবস্থায় নারী আসন নিয়ে নতুন প্রস্তাব সোমবার দলগুলোর সামনে উপস্থাপন করবে জাতীয় ঐকমত্য কমিশন।
সেগুলো হচ্ছে—সংবিধানে উল্লিখিত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্ত। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সকল রাজনৈতিক দল ২৫ বা ততোধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই সকল রাজনৈতিক দল তাদের মোট প্রার্থীর মধ্যে ন্যূনতম এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থিতা নিশ্চিত করবে। একই সঙ্গে সংবিধানের জাতীয় সংসদ নিয়ে থাকা ৬৫ অনুচ্ছেদ সংশোধনের কথা বলা হয়েছে।
আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে—এমন দাবি সঠিক নয়।
৮ মিনিট আগেবিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার (১৪ জুলাই) তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান।
১ ঘণ্টা আগেভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ ভুটান, নেপাল ও মালদ্বীপের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকারের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের কথা স্মরণ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘তাঁদের গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে আন্দোলন যেভাবে বেগবান হয়েছে, সেটা স্মরণ করে বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে তাঁদের ভূমিকাকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সে জন্য সাংবিধানিকভাবে
৪ ঘণ্টা আগে