Ajker Patrika

সিত্রাং দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত, নামল বিপৎসংকেত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১০: ০১
সিত্রাং দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত, নামল বিপৎসংকেত

ঘূর্ণিঝড় সিত্রাং দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আজ মঙ্গলবার এক বিশেষ বুলেটিনে আবহাওয়া বিভাগ জানায়, নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের এলাকায় অবস্থান করছিল। 

এর আগে গত মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাং বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করে দেশের স্থলসীমায় প্রবেশ করে। তবে সকাল ৭.৪৫ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের স্যাটেলাইট ইমেজ অনুযায়ী নিম্নচাপটি বাংলাদেশের সিলেট ও ভারতের আসাম অঞ্চলে অবস্থান করে। 

এদিকে সব সমুদ্রবন্দরকে বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তবে নিম্নচাপের প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত