Ajker Patrika

দ্বিতীয় দফায় বুস্টার ডোজ ক্যাম্পেইন ১৯ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বিতীয় দফায় বুস্টার ডোজ ক্যাম্পেইন ১৯ জুলাই

করোনা সংক্রমণ বাড়লেও বুস্টার ডোজ গ্রহণে তেমন আগ্রহ মিলছে না। ফলে এক মাসের বেশি সময় পর আবারও বুস্টার ডোজ ক্যাম্পেইনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৯ জুলাই সারা দেশে বুস্টার ডোজ প্রদান দিবস পালন করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দুই ডোজ নেওয়ার চার মাস পর ১৮ বছরের বেশি যে কোনো নাগরিক এই টিকা গ্রহণ করতে পারবেন। তবে প্রথমবারের ক্যাম্পেইন সপ্তাহব্যাপী হলেও এবারে তা চলবে মাত্র একদিন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৪-১০ জুন দেশব্যাপী বুস্টার ডোজ সপ্তাহ পালন করে সরকার। তবে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় দ্বিতীয় দফায় এবার ক্যাম্পেইনের সিদ্ধান্ত নেওয়া হলো। একই সঙ্গে চলবে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচিও।

বৃহস্পতিবার হাসপাতাল পরিচালক বা তত্ত্বাবধায়ক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ১৯ জুলাই দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ দিবস উদ্যাপন করা হবে। এ ছাড়া চিঠিতে করোনা টিকার সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সকলের সঙ্গে সমন্বয় করে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন এবং সকলের প্রাপ্য বুস্টার ডোজ প্রদানের ব্যবস্থার নির্দেশনা দেওয়া হয়।

এতে আরও বলা হয়, বুস্টার ডোজ গ্রহণের জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (করোনা-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা বাংলাদেশের যে কোনো করোনা টিকাদানকেন্দ্র থেকে টিকাগ্রহীতা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। সকল টিকাদান কেন্দ্রে ফাইজার টিকা প্রদানের শর্তাবলি অনুসরণ করতে হবে। সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। এ ছাড়া নিয়মিত টিকাদান কার্যক্রম হিসেবে ১ম ও ২য় ডোজের টিকাদানও চলমান থাকবে বলেও চিঠিতে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত