Ajker Patrika

সারা দেশের আদালতে হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ । ছবি: বাসস
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ । ছবি: বাসস

নাগরিকদের বিচারিক সেবাপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা ও নানাবিধ অনিয়ম দূরীকরণে দেশের সব অধস্তন আদালতে হেল্পলাইন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ বুধবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘ন্যায়বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা।

এর আগে সুপ্রিম কোর্ট থেকে ১৩ মে সার্কুলার জারি করা হয়েছে। যেখানে জেলা পর্যায়ে হেল্পলাইন সার্ভিস ফলপ্রসূ করতে প্রতি জেলায় তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করার কথা বলা হয়। কমিটিতে একজন বিচার বিভাগীয় কর্মকর্তা হেল্পলাইনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর হেল্পলাইনের মাধ্যমে প্রদত্ত সেবার মাসিক প্রতিবেদন জেলা ও দায়রা জজের মাধ্যমে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে পাঠাতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...