নিজস্ব প্রতিবেদক
ঢাকা: নিয়োগ চান ২০১৬ সালের নার্স নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের চাহিদা অনুযায়ী পিএসসি ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের যেভাবে নিয়োগের সুপারিশ করেছে তারাও সেভাবে সুযোগ চান।
আজ সোমবার দুপুর জাতীয় প্রেসক্লাবে সামনে এক মানববন্ধনে ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ভাইভা বঞ্চিত চাকরি প্রার্থীরা এ দাবি জানান।
মানববন্ধনে চার বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং পাস করা এসব চাকরি প্রার্থী বলেন, দীর্ঘ দশ বছর চাকরির অপেক্ষার পর ২০১৬ সালে পিএসসির মাধ্যমে লিখিত পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হন। কিন্তু পিএসসি ১ হাজার ২৯১ জনের নিয়োগের জন্য সুপারিশ করেনি। এর মধ্যে এখন ৪০০ থেকে ৫০০ জনের মতো আছেন তারা। তাদের সবার বয়স এখন ৩০ বছর পার হয়ে গেছে। তারা আর নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগও পাচ্ছেন না।
আন্দোলনের সংগঠক জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, করোনা মোকাবিলায় কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় হাজার নার্সের চাহিদা দেয়। কিন্তু পিএসসি ২০১৬ সালের ৪০০ থেকে ৫০০ জনকে বাদ দিয়ে শুধু ২০১৭ সালের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে ৫ হাজার ৫৪ জনকে নার্স হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই, দেশের যেকোনো প্রান্তে একটু নিয়োগের ব্যবস্থা করে আমাদের অসহায় জীবন থেকে মুক্ত করুন।
চার হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য ২০১৭ সালের ১০ আগস্ট বিজ্ঞপ্তি জারি করা হয়। ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। চূড়ান্তভাবে উত্তীর্ণ দেখানো হয় ১০ হাজার ৩৪০ জনকে। মেধা তালিকা অনুসারে ৫ হাজার ১০০ জনকে নিয়োগ দিতে পিএসসি ২০১৮ সালের ১৯ আগস্ট সুপারিশ করে। নিয়োগও পান তারা। এর মধ্যে কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার ছয় হাজার নার্স নিয়োগের জন্য পিএসসির কাছে চাহিদাপত্র দেয়। এর আলোকে ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৫৪ জনকে নিয়োগের জন্য গত ৩০ এপ্রিল সরকারের কাছে সুপারিশ করে পিএসসি।
ঢাকা: নিয়োগ চান ২০১৬ সালের নার্স নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের চাহিদা অনুযায়ী পিএসসি ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের যেভাবে নিয়োগের সুপারিশ করেছে তারাও সেভাবে সুযোগ চান।
আজ সোমবার দুপুর জাতীয় প্রেসক্লাবে সামনে এক মানববন্ধনে ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ভাইভা বঞ্চিত চাকরি প্রার্থীরা এ দাবি জানান।
মানববন্ধনে চার বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং পাস করা এসব চাকরি প্রার্থী বলেন, দীর্ঘ দশ বছর চাকরির অপেক্ষার পর ২০১৬ সালে পিএসসির মাধ্যমে লিখিত পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হন। কিন্তু পিএসসি ১ হাজার ২৯১ জনের নিয়োগের জন্য সুপারিশ করেনি। এর মধ্যে এখন ৪০০ থেকে ৫০০ জনের মতো আছেন তারা। তাদের সবার বয়স এখন ৩০ বছর পার হয়ে গেছে। তারা আর নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগও পাচ্ছেন না।
আন্দোলনের সংগঠক জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, করোনা মোকাবিলায় কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় হাজার নার্সের চাহিদা দেয়। কিন্তু পিএসসি ২০১৬ সালের ৪০০ থেকে ৫০০ জনকে বাদ দিয়ে শুধু ২০১৭ সালের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে ৫ হাজার ৫৪ জনকে নার্স হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই, দেশের যেকোনো প্রান্তে একটু নিয়োগের ব্যবস্থা করে আমাদের অসহায় জীবন থেকে মুক্ত করুন।
চার হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য ২০১৭ সালের ১০ আগস্ট বিজ্ঞপ্তি জারি করা হয়। ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। চূড়ান্তভাবে উত্তীর্ণ দেখানো হয় ১০ হাজার ৩৪০ জনকে। মেধা তালিকা অনুসারে ৫ হাজার ১০০ জনকে নিয়োগ দিতে পিএসসি ২০১৮ সালের ১৯ আগস্ট সুপারিশ করে। নিয়োগও পান তারা। এর মধ্যে কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার ছয় হাজার নার্স নিয়োগের জন্য পিএসসির কাছে চাহিদাপত্র দেয়। এর আলোকে ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৫৪ জনকে নিয়োগের জন্য গত ৩০ এপ্রিল সরকারের কাছে সুপারিশ করে পিএসসি।
বাংলাদেশ রেলওয়ের ৯০ শতাংশ ইঞ্জিনেরই (লোকোমোটিভ) মেয়াদ শেষ হয়ে গেছে। ৩০ থেকে ৬০ বছরের পুরোনো এসব ইঞ্জিন যাত্রাপথে বিকল হয়ে দুর্ভোগে ফেলছে যাত্রীদের। শুধু পণ্যবাহী, লোকাল বা মেইল নয়; কোনো কোনো আন্তনগর ট্রেনও চলছে কার্যকাল পেরিয়ে যাওয়া ইঞ্জিনে। ফলে এসব ট্রেনও চলার পথে থমকে যাওয়ায় একই রকম ভোগান্তিতে পড়ত
৩ ঘণ্টা আগেবিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ হলে আসামিকে কারাগারের কনডেম সেলে (নির্জন প্রকোষ্ঠ) পাঠানো হয়। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা ‘দুবার সাজা দেওয়ার শামিল’ উল্লেখ করে এই বিধান বাতিল করেছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিন পরই এই রায় স্থগিত করেন আপিল
৩ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা-বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল ও
৩ ঘণ্টা আগেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্মার্ট ড্রাইভিং লাইসেন্স-সেবা নিয়ে আবারও অচলাবস্থা দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে প্রায় ৭ লাখ গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স ঝুলে আছে। ২০২০ সালের ২৯ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স
৪ ঘণ্টা আগে