Ajker Patrika

চন্দনাইশ ও ঈশ্বরদী উপজেলায় দুজনের প্রার্থিতা বাতিল করল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মে ২০২৪, ১৬: ০৮
চন্দনাইশ ও ঈশ্বরদী উপজেলায় দুজনের প্রার্থিতা বাতিল করল ইসি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহমেদ চৌধুরী ও পাবনার ঈশ্বরদীর মো. এমদাদুল হকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আলাদা আলাদা শুনানি করে কমিশন। শুনানি শেষে তাঁদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন (ইসি)। 

শুনানি শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘আজকে দুজন চেয়ারম্যান পদপ্রার্থীকে ব্যাখ্যা তলব করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী (ঘোড়া প্রতীক) উপস্থিত হয়েছেন। তিনি অভিযোগের দফা অনুযায়ী জবাব দিয়েছেন। কমিশনও তা শুনেছে। শেষে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।’ 

তিনি আরও বলেন, ‘অন্যদিকে পাবনার ঈশ্বরদীর চেয়ারম্যান পদপ্রার্থী মো. এমদাদুল হক। তিনি প্রতীক বরাদ্দের দিন আচরণবিধি ভঙ্গ করেছেন। তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়া প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।’ 

ঘূর্ণিঝড়ের কারণে ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ে মাত্রার ক্ষয়ক্ষতির ওপর নির্ভর করবে ভোট বাতিলের। মাঠপর্যায়ে যোগাযোগ রাখছি। ঝড় এখনো আঘাত হানেনি। আঘাত হানার পর সিদ্ধান্ত হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন ঝড়টা মারাত্মক আঘাত না হানে।’ 

এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত বরগুনার পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনকে আগামীকাল (সোমবার) সকাল সাড়ে ১০টায় উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি দিয়েছে ইসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত