Ajker Patrika

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠনে সম্মতি দিয়েছিলেন আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ২০: ৫০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠনে সম্মতি দিয়েছিলেন আপিল বিভাগ

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের পর সংসদ ভেঙে দিয়েছিলেন রাষ্ট্রপতি। সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে মতামত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি। গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আজ শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। আইন মন্ত্রণালয় থেকে গতকাল এ–সংক্রান্ত একটি চিঠি আসে। চিঠিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চান। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের বক্তব্য শোনেন।

পরে স্পেশাল রেফারেন্সের মাধ্যমে আপিল বিভাগ বলেন, যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, এ রকম পরিস্থিতিতে রাষ্ট্রের নির্বাহী কাজ পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাকে নিযুক্ত করতে পারেন ও প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাকে শপথ পাঠ করাতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত