Ajker Patrika

জুলাই গণ–অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ আজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ১০
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। ফাইল ছবি
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। ফাইল ছবি

গত বছরের জুলাই–আগস্টে তৎকালীন সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর)।

জাতিসংঘ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ মানবাধিকার কার্যালয় জেনেভার প্যালেস দেস নেশনে এই সংবাদ সম্মেলন করা হবে। জেনেভায় স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ২টা ৩০ মিনিট) এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে ‘ওএইচসিএইচআর তদন্ত প্রতিবেদন: বাংলাদেশে জুলাই ও আগস্ট ২০২৪ সালের বিক্ষোভ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য দেবেন। এ ছাড়া, আলোচক হিসেবে থাকবেন ওএইচসিএইচআরের এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান ররি মুনগোভেন এবং মুখ্য মুখপাত্র রাভিনা শামদাসানি।

সংবাদ সম্মেলনটি ইউএন ওয়েব টিভিতে (UN Web TV) সরাসরি সম্প্রচারিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত