নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র–জনতার অভ্যুত্থানে ৬ অক্টোবর পর্যন্ত ৭৩৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হতে পেরেছে সরকার। এ ছাড়া এই সময়ের মধ্যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আন্দোলনে আহত হয়েছেন ২২ হাজার ৯০৭ জন। আহতদের মধ্যে চোখ হারিয়েছেন ৪০০ জন। এর মধ্যে দুটি চোখই হারিয়েছেন ৩৫ জন!
আজ সোমবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ তথ্য জানান।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ছাত্রদের দাবি নিহতের সংখ্যা ১ হাজার ৫০০ জনের বেশি। হাসপাতালে আনার পর কিছু মানুষের মৃত্যু হয়েছে। সেগুলো রেজিস্টারে তোলা হয়নি। অনেকে বিনা ময়নাতদন্তে মৃতদেহ নিতে বাধ্য হয়েছেন। নিহতদের যে ঠিকানা দেওয়া হয়েছে তা যাচাই করা হয়েছে। ছাত্রদের দাবির বিষয়টি জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের কাছে পাঠানো হবে। কিছু আহত উপজেলা ও জেলা পর্যায়ে ভর্তি হয়েছে। আহতদের পা কাটা ২৩ জন এবং হাত কাটা তিনজন আছেন। আহতদের চিকিৎসার দায়ভার সরকার নিয়েছে। নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে। দুজনকে বিদেশে চিকিৎসা করানো হতে পারে বলেও জানান উপদেষ্টা।
এদিকে বাজারে ওষুধের দাম বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ওষুধের দাম কমাতে হলে সব কোম্পানিকে জেনেরিক নাম ব্যবহার করতে হবে। কিন্তু জেনেরিক নাম লেখার বিষয়টি কোম্পানির মালিকেরা সহজভাবে নিচ্ছেন না। ওষুধের দাম যাতে বেঁধে দেওয়া যায় সে ব্যাপারে কাজ করা হবে।
স্বাস্থ্যসেবা আইন চলতি মাসেই উপদেষ্টা পরিষদে উঠছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আইনটি অনেক দিন ধরেই বাস্তবায়ন করার চেষ্টা চলছে। সম্প্রতি চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন দেওয়ার পর আইনটি বাস্তবায়নের জন্য আট দিনের সময় বেঁধে দিয়েছিলেন। বর্তমানে আইনটি মতামতের জন্য ওয়েবসাইটে দেওয়া আছে। এরপর নার্সরা আন্দোলন করেন। তাঁদের দাবি যৌক্তিক। তাঁদের সব দাবি মেনে নেওয়া হয়েছে।
আইনটির খসড়া চূড়ান্ত করতে চিকিৎসক সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁদের মতামত নেওয়া হয়েছে। বিভিন্ন সূত্র থেকে মতামত নেওয়া হচ্ছে। সব পক্ষের মতামতের ভিত্তিতেই আইনটি পাস হবে বলে সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ও কাজ করছে। সব সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নার তৈরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের দুই সচিব ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ৬ অক্টোবর পর্যন্ত ৭৩৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হতে পেরেছে সরকার। এ ছাড়া এই সময়ের মধ্যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আন্দোলনে আহত হয়েছেন ২২ হাজার ৯০৭ জন। আহতদের মধ্যে চোখ হারিয়েছেন ৪০০ জন। এর মধ্যে দুটি চোখই হারিয়েছেন ৩৫ জন!
আজ সোমবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ তথ্য জানান।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ছাত্রদের দাবি নিহতের সংখ্যা ১ হাজার ৫০০ জনের বেশি। হাসপাতালে আনার পর কিছু মানুষের মৃত্যু হয়েছে। সেগুলো রেজিস্টারে তোলা হয়নি। অনেকে বিনা ময়নাতদন্তে মৃতদেহ নিতে বাধ্য হয়েছেন। নিহতদের যে ঠিকানা দেওয়া হয়েছে তা যাচাই করা হয়েছে। ছাত্রদের দাবির বিষয়টি জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের কাছে পাঠানো হবে। কিছু আহত উপজেলা ও জেলা পর্যায়ে ভর্তি হয়েছে। আহতদের পা কাটা ২৩ জন এবং হাত কাটা তিনজন আছেন। আহতদের চিকিৎসার দায়ভার সরকার নিয়েছে। নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে। দুজনকে বিদেশে চিকিৎসা করানো হতে পারে বলেও জানান উপদেষ্টা।
এদিকে বাজারে ওষুধের দাম বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ওষুধের দাম কমাতে হলে সব কোম্পানিকে জেনেরিক নাম ব্যবহার করতে হবে। কিন্তু জেনেরিক নাম লেখার বিষয়টি কোম্পানির মালিকেরা সহজভাবে নিচ্ছেন না। ওষুধের দাম যাতে বেঁধে দেওয়া যায় সে ব্যাপারে কাজ করা হবে।
স্বাস্থ্যসেবা আইন চলতি মাসেই উপদেষ্টা পরিষদে উঠছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আইনটি অনেক দিন ধরেই বাস্তবায়ন করার চেষ্টা চলছে। সম্প্রতি চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন দেওয়ার পর আইনটি বাস্তবায়নের জন্য আট দিনের সময় বেঁধে দিয়েছিলেন। বর্তমানে আইনটি মতামতের জন্য ওয়েবসাইটে দেওয়া আছে। এরপর নার্সরা আন্দোলন করেন। তাঁদের দাবি যৌক্তিক। তাঁদের সব দাবি মেনে নেওয়া হয়েছে।
আইনটির খসড়া চূড়ান্ত করতে চিকিৎসক সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁদের মতামত নেওয়া হয়েছে। বিভিন্ন সূত্র থেকে মতামত নেওয়া হচ্ছে। সব পক্ষের মতামতের ভিত্তিতেই আইনটি পাস হবে বলে সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ও কাজ করছে। সব সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নার তৈরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের দুই সচিব ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল ফোনে রিচার্জের ওপর ১ শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আরোপ কেন বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সারচার্জ প্রত্যাহারে পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
১ ঘণ্টা আগে৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী ও ব্যাংকটির সাবেক পরিচালক নাসরিন ইসলামসহ ২১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগেজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তায়িমের ভাই রবিউল আউয়াল ও রাজশাহীর
১ ঘণ্টা আগেসাবেক পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে। গতকাল রোববার থেকে এই অনুসন্ধান কার্যক্রম শুরু হয় বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
২ ঘণ্টা আগে