Ajker Patrika

মালদ্বীপে বাংলাদেশিদের কর্মী ভিসা দেওয়া বন্ধ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মালদ্বীপে বাংলাদেশিদের কর্মী ভিসা দেওয়া বন্ধ

নির্ধারিত জনবলের কোটা পূরণ হওয়ায় বাংলাদেশিদের জন্য নতুন কর্মী ভিসা দেওয়া বন্ধ রেখেছে মালদ্বীপ সরকার। দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

হাইকমিশন বলেছে, মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশের এক লাখ কর্মী সেখানে কাজ করতে পারে। 

দেশটিতে কতজন বাংলাদেশি কর্মী আছেন, এ বিষয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার সঙ্গে কথা হয় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদের সঙ্গে। 

তিনি বলেন, ‘মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী সেখানে প্রায় এক লাখ বাংলাদেশি আছেন। সেই প্রেক্ষিতে নতুন কর্মী ভিসা দেওয়া বন্ধ আছে।’ 
 
হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের কর্মীদের কোটা বাড়ানো ও আবার ভিসা চালু করার চেষ্টা চলছে।’ 

কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে বৈধভাবে মালদ্বীপে যাওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘ভ্রমণ ভিসা বা ফ্রি ভিসায় সেখানে গিয়ে অনেকে বিপাকে পড়েছেন। কাজের জন্য যাঁরা যাবেন, তাঁরা যেন বিএমইটি কার্ড নিয়ে যান।’ 
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কিছু নেই। যিনি যে কোম্পানিতে কাজের জন্য ভিসা পেয়েছেন, তাঁকে সেই কোম্পানিতে কাজ করত হবে। এই আইন ভঙ্গ করলে, যে কোনো সময় গ্রেপ্তার হয়ে দেশে ফেরত পাঠানো হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

এলাকার খবর
Loading...