Ajker Patrika

বিসিবির অনুষ্ঠানে জাতীয় সংগীতের ‘বিকৃত’ উপস্থাপনে ছায়ানটের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৮: ০০
বিসিবির অনুষ্ঠানে জাতীয় সংগীতের ‘বিকৃত’ উপস্থাপনে ছায়ানটের নিন্দা

মিরপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত অনুষ্ঠানে ‘বিকৃতভাবে’ জাতীয় সংগীত পরিবেশনার নিন্দা জানিয়েছে ছায়ানট। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিস্ময় প্রকাশ করেছে সংস্কৃতি ও শিক্ষা প্রসারের প্রত্যয়ে এগিয়ে চলা সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধে যে সুরে ‘আমার সোনার বাংলা’ গেয়ে পুরো জাতি উজ্জীবিত হয়েছিল, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার সেটি রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সর্বসম্মতিক্রমে সেই সুর প্রমিতকরণ করা হয়েছে এবং জাতীয় পর্যায়ে লাখো কণ্ঠে গাওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সেই সুর অনুসরণ  করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালায়ও সুরটি যথাযথভাবে পরিবেশন করা হয়েছিল। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওয়েবসাইটে এই সুর সংরক্ষিত আছে। তা সত্ত্বেও ২৯ মার্চ বিসিবি আয়োজিত অনুষ্ঠানে স্বীকৃত মূল সুরের ওপর অন্য সুরারোপ করে বিকৃতভাবে জাতীয় সংগীত উপস্থাপন করায় ছায়ানট তীব্র নিন্দা জ্ঞাপন করছে। ছায়ানট মনে করে, এতে অবমাননা হয়েছে জাতীয় সংগীতের।

এ বিষয়ে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা আজকের পত্রিকাকে বলেন, ‘এত বড় একটা আয়োজনে এমন বিকৃতি মেনে নেওয়া যায় না। আমরা চাই সবার নজরে আসুক। আর এর পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্য সব মহলে বিষয়টি নিয়ে চিন্তা করার সময় হয়েছে।’

বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। খুবই পেশাদার একটি দল ওই দিন পারফর্ম করেছে। তবুও কেন হয়েছে এটা আমরা তাঁদের কাছে জানতে চেয়েছি। কম সময়ের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে আশা করি।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। করোনা মহামারির কারণে তা থমকে যায়। তার মধ্যে একটি বড় আয়োজন হিসেবে পরিকল্পনা ছিল অস্কারজয়ী ভারতীয় সংগীত তারকা এ আর রাহমানের কনসার্ট। গত ২৯ মার্চ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজন হয় সেই কনসার্টের। এতে মঞ্চ মাতায় বাংলাদেশের ব্যান্ড মাইলস ও শিল্পী মমতাজ। আয়োজনে মুজিববর্ষের থিম সং গেয়ে শোনান এ আর রাহমান। ৩৫টি গানের পসরা ছিল এ আর রাহমানের দলের। এই অনুষ্ঠানে অংশ নিতে ২৪০ জনের বহর নিয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত