Ajker Patrika

প্রসব-পরবর্তী সেবা নেন না ৪৭ শতাংশ মা: গবেষণা

  • ৪৩ শতাংশ মা সন্তান ধারণ করছেন ১৮ বছর বয়সে
  • ৩১ শতাংশ নারীর দুই সন্তানের মধ্যে ব্যবধান ১৭ মাস
  • প্রথমবার মা হওয়া ৫১ শতাংশ এফডব্লিউএর সেবা পেয়েছেন
অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ২১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রসব-পরবর্তী সেবা বা পোস্ট-নেটাল কেয়ার (পিএনসি) গ্রহণ করছেন না ৪৭ শতাংশ প্রসূতি। এতে শিশু ও মায়ের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। কারণ, নবজাতক ও প্রসূতির সুস্বাস্থ্য নিশ্চিতে এবং মাতৃ ও শিশুমৃত্যু কমাতে প্রসব-পূর্ববর্তী সেবা বা অ্যান্টি-নেটাল কেয়ার (এএনসি) এবং পিএনসি গুরুত্বপূর্ণ।

প্রসব-পরবর্তী সেবা ও প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা বৃদ্ধিতে বহুদেশীয় গবেষণামূলক প্রকল্প ‘সংযোগ’-এর বিষয়ে আয়োজিত সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনের আয়োজন করে সেভ দ্য চিলড্রেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর।

আয়োজকেরা জানান, প্রথম যাঁরা মা-বাবা হয়েছেন বা হতে যাচ্ছেন, এমন দম্পতিদের মানসম্পন্ন প্রসব-পরবর্তী সেবা ও প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা বৃদ্ধির লক্ষ্যে ‘সংযোগ’ প্রকল্প কাজ করছে। ইতিমধ্যে নোয়াখালী ও মাদারীপুরের আট উপজেলায় কাজ শেষ হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি গবেষণা শেষ হয়েছে।

‘ক্যান লাইট-টার্চ এনহেন্সমেন্ট ইম্প্রুভ পোস্টপারটাম ফ্যামিলি প্ল্যানিং ইউজ অ্যামং ফার্স্ট টাইম মাদার্স’ শিরোনামের গবেষণায় প্রথমবারের মতো মা হওয়াদের (এফটিএম) ক্ষেত্রে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের ওপর গুরুত্ব দেওয়া হয়।

গবেষণায় উঠে এসেছে, ৪৩ শতাংশ মা সন্তান ধারণ করছেন ১৮ বছর বয়সে। ৩১ শতাংশ নারীর (১৫ থেকে ১৯ বছর) দুই সন্তানের মধ্যে ব্যবধান ১৭ মাস। প্রসূতিদের ৪৭ শতাংশ প্রসব-পরবর্তী সেবা গ্রহণ করছেন না।

মাতৃ ও শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সন্তান প্রসবের পর মা ও শিশুর শরীর দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। এ সময় সঠিক যত্ন ও কিছু নিয়ম মেনে চললে জটিলতা এড়ানো যায়। প্রসবের পরপরই মায়ের এবং নবজাতক শিশুর যত্ন নেওয়া, প্রসবের পর ছয় সপ্তাহ (৪২ দিন) পর্যন্ত মা ও শিশুর অবস্থা ফলোআপ করাকে প্রসব-পরবর্তী সেবা বলা হয়। প্রসবের পর মায়ের জরায়ু ও অন্যান্য প্রজনন অঙ্গ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাধারণত ছয় সপ্তাহ সময় লাগে।

গবেষণায় দেখানো হয়, প্রথমবার সন্তান ধারণকারী ৫১ শতাংশ প্রসূতি পরিবারকল্যাণ সহকারীর (এফডব্লিউএ) সেবা পেয়েছেন। প্রতি প্রসূতি গড়ে এফডব্লিউএর সাক্ষাৎ পেয়েছেন গড়ে ৪ দশমিক ৫ বার। পিএনসি সেবা গ্রহণের ক্ষেত্রে ২০ শতাংশ প্রসূতি (এফটিএম) নবজাতকের জন্য এফডব্লিউএর সাক্ষাৎ নিয়েছেন। নবজাতকের জন্মের ৭২ ঘণ্টার মধ্যে নিয়েছেন মাত্র ১৫ শতাংশ প্রসূতি। উঠান বৈঠক ও লিফলেট গ্রহণের ক্ষেত্রেও হার খুব কম দেখা গেছে।

সংযোগ প্রকল্প সম্পর্কে বলা হয়, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কনট্রাসেপটিভ সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামকে (সিসিএসডিপি) কারিগরি সহযোগিতা করছে। মূলত প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা (পিপিএফপি) কেমন হওয়া উচিত এবং ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে প্রথম সন্তান ধারণকারীদের পিএনসির বিষয়ে কাজ করছে তারা।

সম্মেলনে ‘ব্যারিয়ার অ্যান্ড ফ্যাসিলিটেটর অ্যানালাইসিস’ শিরোনামের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথের (আরসিএইচ) উপপরিচালক ডা. আবু সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মাতৃ ও শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী বিজ্ঞানী বিধান কৃষ্ণ সরকার উপস্থাপন করেন পিএনসি ও রিয়েলিস্ট ইভালুয়েশন নিয়ে দুটি প্রবন্ধ।

সম্মেলনে গবেষকেরা বেশ কয়েকটি পরামর্শ তুলে ধরেন। এগুলোর মধ্যে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনার কর্মী সংকট নিরসন, এএনসি গ্রহণের সময় পিএনসি গ্রহণের জন্য উদ্বুদ্ধ করা, প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনার বিষয়ে সচেতন করতে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, প্রসূতির পরিবারের সদস্য যেমন শাশুড়ি, স্বামী, বাবাকে পিএনসির বিষয়ে সচেতন করার মতো কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক (আইইএম) মো. তসলিম উদ্দিন খান, পরিচালক ও লাইন ডিরেক্টর (পরিকল্পনা) সাবিনা পারভীন, পরিচালক (অর্থ) মো. এনামুল হক, পরিচালক (প্রশাসন) মীর সাজেদুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. এস এম আবদুল্লাহ আল মুরাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডিরেক্টর (সিসিএসডিপি) ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত