Ajker Patrika

ডেঙ্গুতে আক্রান্ত–মৃত্যু গত বছরের চেয়ে বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুলাই ২০২৫, ২০: ৩৫
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। ফাইল ছবি
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। ফাইল ছবি

জানুয়ারি–জুলাই এই সাত মাসে সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা গত বছরের চেয়ে এ বছর বেড়েছে। এই রোগে মৃত্যুর সংখ্যাও গত বছরের চেয়ে এ বছর বেশি।

আজ রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনে গত বছরের প্রথম সাত মাস এবং এ বছরের ১৯ জুলাই (গতকাল শনিবার) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. সাইফুল ইসলাম মজুমদারের সই করা প্রতিবেদনে বলা হয়, এ বছরের জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশে ১৬ হাজার ৭৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। অন্যদিকে গত বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৬ হাজার ৩২০ জন। গত বছরের তুলনায় এ বছরের প্রতি মাসেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি দেখা গেছে।

একইভাবে মৃত্যুর সংখ্যাও গত বছরের তুলনায় বেশি। চলতি বছরের ১৯ জুলাই পর্যন্ত ৬২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত এই রোগে মৃত্যু হয় ৫৬ জনের।

আজও ৪২৯ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ দিন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ছয়জন নতুন রোগী ভর্তি হয়।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে সারা দেশে ভর্তি রয়েছে ১ হাজার ২৬২ জন রোগী।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১৭ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয় ৬২ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত