Ajker Patrika

রেলের টিকিট জাল করা হচ্ছে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেলের টিকিট জাল করা হচ্ছে: রেলমন্ত্রী

রেলের টিকিট কালোবাজারির সঙ্গে জালও করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। আজ বুধবার রাজধানীতে রেল ভবনের সভাকক্ষে রেলওয়ের টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ কথা বলেন মন্ত্রী। 

মন্ত্রী বলেন, একটি চক্র টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, সবাই মিলে সহযোগিতা করলে টিকিটের কালোবাজারি বন্ধ হবে। 

এখন কক্সবাজারেও টিকিট কালোবাজারি চক্র সক্রিয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, একটি চক্র রেলের টিকিট জাল করছে। তাদের ধরতে হবে এবং এগুলো বন্ধ করতে হবে।’ 

সহজ ডট কম-এর কর্মকর্তা, রেলের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তাকর্মীসহ যাঁরা টিকিটের সঙ্গে সম্পৃক্ত, সবাইকে সতর্ক হওয়ার নির্দেশ দেন মন্ত্রী। 

রেলমন্ত্রী বলেন, সম্প্রতি রেলের অনেক ঘটনা ঘটেছে—টিকিট কালোবাজারি, রেলের ডিপো থেকে যন্ত্রাংশ চুরি এবং সন্ত্রাসী কর্তৃক অগ্নিকাণ্ডের ঘটনা। এসব ঘটনা আর যাতে না ঘটে, এ জন্য সবাইকে সজাগ থাকার অনুরোধ করেন মন্ত্রী। 

সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে আমদানি করা মালামাল বিভিন্ন সময়ে চুরি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই চুরির সঙ্গে যাঁরা সম্পৃক্ত রয়েছেন, তাঁদের ছাড় দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত