Ajker Patrika

কর্মসূচি স্থগিত করে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৯: ০৬
Thumbnail image
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার । ছবি: আজকের পত্রিকা

ছয় ঘণ্টা পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী শনিবার পর্যন্ত তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার।

নাঈম হাওলাদার বলেন, ‘বিকেল ৫টার দিকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করেছি। আগামী শনিবার পর্যন্ত আমাদের কর্মসূচি স্থগিত থাকবে। এর মধ্যে যদি সরকার কমিশন গঠন না করে, তাহলে ওই দিন বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা করব।’

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন কলেজগুলোর শিক্ষার্থীরা।

দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থী তানভীর হোসেন মুন্না বলেন, ‘বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আমরা চাই দ্রুত কমিশন গঠন করুক। আমরা রাস্তায় বসতে চাই না। তবে আমাদের দাবি না মানলে আন্দোলন চলবে।’

এতে সকাল থেকেই মিরপুর রোড, নিউমার্কেট এলাকা, কাঁটাবন সড়ক, কাজী নজরুল অ্যাভিনিউসহ ঢাকার বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত