Ajker Patrika

এক টাকাও আয় বাড়েনি বনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, সিলেট
এক টাকাও আয় বাড়েনি বনমন্ত্রীর

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী তিনি। এমপি থেকে মন্ত্রী হয়ে গত পাঁচ বছরে এক টাকাও আয় বাড়েনি তাঁর। আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) তাঁর দেওয়া হলফনামার সম্পদ বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, ২০১৮ সালে কৃষি খাত থেকে শাহাবের বছরে ৫০ হাজার টাকা আয় হতো। পরিবারের সদস্যরা চাকরি থেকে আয় করতেন ৫ লাখ টাকা। সেটা এখনো চলমান। এর আগে ২০০৮ সালে এমপি হওয়ার আগে কৃষি খাত থেকে শাহাবের বছরে আয় হতো ১৮ হাজার টাকা। একই খাতে পাঁচ বছরে সেটা বেড়ে ২০১৪ সালে ৩৬ হাজার টাকায় দাঁড়ায়। ২০১৮ সাল পর্যন্ত কৃষিতে বেশ সফল ছিলেন এই মন্ত্রী।

তবে তাঁর অস্থাবর সম্পদ ৭৪ লাখ ৬২ হাজার ৭৯০ টাকার বাড়লেও স্থাবর সম্পদ ২০১৮ সালে যা ছিল, তা-ই রয়েছে। শাহাবের স্ত্রী বেগম শিরিন আক্তারের অস্থাবর সম্পদ ৪২ হাজার ৪১৪ টাকার কমেছে। শিরিনের স্থাবর সম্পদ আগেও ছিল না, বর্তমানেও নেই। 

হলফনামায় আরও জানা গেছে, বিএ পাস শাহাব উদ্দিনের নামে কোনো মামলা ও ব্যাংকে দায়-দেনা নেই। পাঁচ বছরের ব্যবধানে পেশা পরিবর্তন করেছেন এই মন্ত্রী। ২০১৮ সালে তাঁর পেশা ছিল ব্যবসা, এখন রাজনীতি। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ২ লাখ টাকা, যা ২০১৮ সালেও ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত