Ajker Patrika

আবারও ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৮: ০২
আবারও ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

টানা দ্বিতীয়বারের মতো সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক (টুকু)। 

আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাঁকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।

মঙ্গলবার বেলা ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচন করা হয়। এরপর ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। ডেপুটি স্পিকার নির্বাচনের সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন ব্রাহ্মণবাড়িয়া-৬-এর সংসদ সদস্য এবি তাজুল ইসলাম। সমর্থন করেন পাবনা-৩-এর সংসদ সদস্য মকবুল হোসেন। 
ডেপুটি স্পিকার হিসেবে শুধু শামসুল হক টুকুর নাম প্রস্তাব আসে। আর কোনো নাম না থাকার পরেও কার্যপ্রণালি বিধি অনুযায়ী ডেপুটি স্পিকার প্রস্তাবটি ভোটে দেন এবং সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাস হয়। 

২০২২ সালের ২৮ আগস্ট শামসুল হক টুকু প্রথম জাতীয় সংসদের স্পিকার হন। সে সময় একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদটি শূন্য হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত