অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শুরু হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গঠিত নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র ও নাহিদ ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুরে সংবাদ সম্মেলন করে নাহিদ ইসলাম বলেন, ‘আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছি। সকল সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক শক্তিকে সংহত করতে আমার রাজপথে থাকার প্রয়োজন।’
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গঠিত নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে।
গতকাল সোমবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
এ দিন সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে, একটি শক্তিশালী রাজনৈতিক দল। আমরা ৫ আগস্ট নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখেছি, জুলাই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। এটা একটা দীর্ঘ লড়াই। এই লড়াই করে আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’
দলের আত্মপ্রকাশের সময় ও স্থানের ঘোষণা দিয়ে সারজিস আরও বলেন, ‘জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে আমরা আত্মপ্রকাশ করতে চাই। কারণ, এই সংসদকে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গার পরিবর্তে স্বৈরাচারের আখড়া বানিয়ে রাখা হয়েছিল।’
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন, একটা নতুন ধারার গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে তরুণেরা কাজ করে যাচ্ছেন। এ দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা নিষ্পেষিত হয়ে আসছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা গড়ে ওঠেনি।
নতুন রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপট প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যান। যেকোনো ঐতিহাসিক ঘটনার পরে জনমানুষের নতুন আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়। বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে দেখতে চায় ছাত্র-জনতা। এ নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। এই দল জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শুরু হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গঠিত নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র ও নাহিদ ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুরে সংবাদ সম্মেলন করে নাহিদ ইসলাম বলেন, ‘আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছি। সকল সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক শক্তিকে সংহত করতে আমার রাজপথে থাকার প্রয়োজন।’
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গঠিত নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে।
গতকাল সোমবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
এ দিন সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে, একটি শক্তিশালী রাজনৈতিক দল। আমরা ৫ আগস্ট নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখেছি, জুলাই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। এটা একটা দীর্ঘ লড়াই। এই লড়াই করে আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’
দলের আত্মপ্রকাশের সময় ও স্থানের ঘোষণা দিয়ে সারজিস আরও বলেন, ‘জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে আমরা আত্মপ্রকাশ করতে চাই। কারণ, এই সংসদকে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গার পরিবর্তে স্বৈরাচারের আখড়া বানিয়ে রাখা হয়েছিল।’
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন, একটা নতুন ধারার গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে তরুণেরা কাজ করে যাচ্ছেন। এ দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা নিষ্পেষিত হয়ে আসছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা গড়ে ওঠেনি।
নতুন রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপট প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যান। যেকোনো ঐতিহাসিক ঘটনার পরে জনমানুষের নতুন আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়। বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে দেখতে চায় ছাত্র-জনতা। এ নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। এই দল জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এই মন্ত্রণালয়কে আরও সুরক্ষিত করতে প্রবেশ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। বিশেষ করে দর্শনার্থীদের যথেচ্ছ চলাফেরা নিয়ন্ত্রণ করা এর উদ্দেশ্য।
১ ঘণ্টা আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের ডিজিটাল ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ শেষ না করেই প্রায় ৭ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তার মদদে এই দুর্নীতি হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এটিসহ অন্য কিছু বিষয় তদন্তে কম
১ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশে নির্যাতনের শিকার হয়েছে ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু। এর মধ্যে ধর্ষণের শিকার ৩৫৪ জন, যার সিংহভাগই শিশু ও কিশোরী। কেবল জুন মাসেই ধর্ষণের শিকার ৬৫ জন, যার মধ্যে ৪৩ জনই শিশু। এমনকি ধর্ষণের পর প্রাণ হারিয়েছে তিনজন, যাদের দুজনই শিশু।
৪ ঘণ্টা আগেসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ভ্যাট-ট্যাক্স নিয়ে স্টারলিংককে কিছু জটিলতায় পড়তে হয়েছে। এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা বিমানবন্দরসহ বিভিন্ন কর্তৃপক্ষ ভ্যাট-ট্যাক্সের বিষয়গুলো নিয়ে কাজ করে। সবার সঙ্গে একত্রে কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগে।
৬ ঘণ্টা আগে