Ajker Patrika

বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৫৯
বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ দিতে নির্দেশ

বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ছয় মাসের জন্য গ্রুপটির সব সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করতে বলা হয়েছে। 

সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ রেজা সোবহানের দায়ের করা রিটের পূর্নাঙ্গ আদেশে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চ এই নির্দেশ দেন। 

৫ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া আদেশের সত্যায়িত অনুলিপি সম্প্রতি প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার মাসুদ রেজা সোবহান সত্যায়িত অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

আদেশে বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের কাছ থেকে অর্থ উদ্ধার করতে ও বিদেশে থেকে অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। আর এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। 

৪ সেপ্টেম্বর ওই রিটটি করেন আইনজীবী মাসুদ রেজা সোবহান। রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে বিবাদী করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত