Ajker Patrika

শামসুল হুদার মরদেহ হিমঘরে, মেয়ে দেশে ফিরলে দাফন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ২০: ৩৭
সাবেক সিইসি ড. এ টি এম শামসুল হুদা। ছবি: সংগৃহীত
সাবেক সিইসি ড. এ টি এম শামসুল হুদা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার মেয়ে পরশু (সোমবার) ভোরে দেশে পৌঁছাবেন। এরপর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হবে।

আজ শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মারা যান এ টি এম শামসুল হুদা। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও মেয়ে রেখে গেছেন।

ভগ্নিপতি আশফাক কাদেরী জানান, এ টি এম শামসুল হুদা সকাল ৯টার দিকে বাসায় মারা যান। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ওই হাসপাতালে রয়েছে। মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে।

পরিবার সূত্রে আরও জানা গেছে, পরশু সোমবার ভোরে শামসুল হুদার মেয়ে দেশে পৌঁছাবেন। এদিন আসর নামাজের পর তাঁর মরদেহ গুলশান লেক পার্কে (রোড-৬৩) শ্রদ্ধা নিবেদনের জন্য জনসাধারণের জন‍্য উন্মুক্ত থাকবে। বাদ মাগরিব গুলশান সোসাইটির মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সাবেক সচিব এ টি এম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিইসি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বাধীন কমিশনের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

শামসুল হুদা ১৯৪২ সালে ফরিদপুরের সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান সিভিল সার্ভিসের (সিএসপি) কর্মকর্তা ছিলেন। তিনি কর্মজীবনে বাগেরহাট মহকুমার প্রশাসক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, পানিসম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এ টি এম শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁরা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতীয় নিরব মোদির বেলজিয়ান ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত