নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার মেয়ে পরশু (সোমবার) ভোরে দেশে পৌঁছাবেন। এরপর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হবে।
আজ শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মারা যান এ টি এম শামসুল হুদা। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও মেয়ে রেখে গেছেন।
ভগ্নিপতি আশফাক কাদেরী জানান, এ টি এম শামসুল হুদা সকাল ৯টার দিকে বাসায় মারা যান। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ওই হাসপাতালে রয়েছে। মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে।
পরিবার সূত্রে আরও জানা গেছে, পরশু সোমবার ভোরে শামসুল হুদার মেয়ে দেশে পৌঁছাবেন। এদিন আসর নামাজের পর তাঁর মরদেহ গুলশান লেক পার্কে (রোড-৬৩) শ্রদ্ধা নিবেদনের জন্য জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বাদ মাগরিব গুলশান সোসাইটির মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সাবেক সচিব এ টি এম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিইসি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বাধীন কমিশনের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
শামসুল হুদা ১৯৪২ সালে ফরিদপুরের সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান সিভিল সার্ভিসের (সিএসপি) কর্মকর্তা ছিলেন। তিনি কর্মজীবনে বাগেরহাট মহকুমার প্রশাসক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, পানিসম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এ টি এম শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁরা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার মেয়ে পরশু (সোমবার) ভোরে দেশে পৌঁছাবেন। এরপর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হবে।
আজ শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মারা যান এ টি এম শামসুল হুদা। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও মেয়ে রেখে গেছেন।
ভগ্নিপতি আশফাক কাদেরী জানান, এ টি এম শামসুল হুদা সকাল ৯টার দিকে বাসায় মারা যান। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ওই হাসপাতালে রয়েছে। মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে।
পরিবার সূত্রে আরও জানা গেছে, পরশু সোমবার ভোরে শামসুল হুদার মেয়ে দেশে পৌঁছাবেন। এদিন আসর নামাজের পর তাঁর মরদেহ গুলশান লেক পার্কে (রোড-৬৩) শ্রদ্ধা নিবেদনের জন্য জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বাদ মাগরিব গুলশান সোসাইটির মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সাবেক সচিব এ টি এম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিইসি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বাধীন কমিশনের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
শামসুল হুদা ১৯৪২ সালে ফরিদপুরের সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান সিভিল সার্ভিসের (সিএসপি) কর্মকর্তা ছিলেন। তিনি কর্মজীবনে বাগেরহাট মহকুমার প্রশাসক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, পানিসম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এ টি এম শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁরা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ায় আটকের পর দেশে ফেরত পাঠানো তিন বাংলাদেশিকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
৩৬ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনিক, আইনি এবং গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে গণমাধ্যমগুলোর স্বাধীনতায় হস্তক্ষেপ করলেও অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে ন্যূনতম হস্তক্ষেপ করেনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার সেন্টারে ‘গণমাধ
৬ ঘণ্টা আগেশূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ—এই তিনটি লক্ষ্য অর্জনে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ শনিবার (৫ জুলাই) রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (আইএসবিএস) ২০২৫:
৮ ঘণ্টা আগেবাংলাদেশ সরকার সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে সন্ত্রাসী কমর্কাণ্ড তদন্তে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
৯ ঘণ্টা আগে