নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আজ বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে বাড্ডা থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে এসেছে। যেহেতু সবাই মনে করছে, উগ্র মৌলবাদের উত্থান বাংলাদেশে হচ্ছে। এই জঙ্গিবাদের উত্থান দমনে ও সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখানে কোন পোস্ট কী বলে, সেটা সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না। আমরা দায়িত্ব নেওয়ার পরে কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছুই হয় নাই।’
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণকে সঙ্গে নিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আমরা একসঙ্গে সব সমস্যার মোকাবিলা করব।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দেওয়া ব্যাখ্যার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত ৫ আগস্টের পরে কিছু দিন তো সরকারই ছিল না। এরপর থেকে পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। পুরোনো ঘটনাগুলো তুলে ধরলে তো হবে না। আস্তে আস্তে সবকিছুর উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। এখন বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা মোটামুটি স্যাটিসফায়েড। কিন্তু আরও উন্নতির অনেক অবকাশ রয়ে গেছে। আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব।’
থানা পরিদর্শনের বিষয়টি তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, ‘আজকে থানা ভিজিটে আমার উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা। আপনারা জানেন যে সবার ছুটি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ছুটি হয় না। এই জন্য তাদের সঙ্গে দেখা করা, তাদের বিভিন্ন খোঁজখবর নেওয়া ও সমস্যাগুলো জানা। থানাগুলোর অবস্থা আগের চেয়ে অনেক ভালো। কিন্তু যেহেতু এগুলো ভাড়া বিল্ডিং, এই জন্য কতগুলো সমস্যা দেখা গেছে। এই জন্য এইগুলো (থানা) যত তাড়াতাড়ি আমরা আমাদের নিজস্ব জায়গায় করে ফেলতে পারব, তত ভালো।’
থানার সমস্যার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা নিজেরাই তো দেখলেন, থানায় আসার রাস্তা নেই। এই সমস্যাগুলো রয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি। আফতাব নগরে জায়গা আছে; আমরা যদি তাড়াতাড়ি ওখানে বিল্ডিং করে নিতে পারি, তাহলে থানাটা সেখানে শিফট করলে জনগণেরও সুবিধা হবে।’
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আজ বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে বাড্ডা থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে এসেছে। যেহেতু সবাই মনে করছে, উগ্র মৌলবাদের উত্থান বাংলাদেশে হচ্ছে। এই জঙ্গিবাদের উত্থান দমনে ও সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখানে কোন পোস্ট কী বলে, সেটা সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না। আমরা দায়িত্ব নেওয়ার পরে কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছুই হয় নাই।’
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণকে সঙ্গে নিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আমরা একসঙ্গে সব সমস্যার মোকাবিলা করব।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দেওয়া ব্যাখ্যার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত ৫ আগস্টের পরে কিছু দিন তো সরকারই ছিল না। এরপর থেকে পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। পুরোনো ঘটনাগুলো তুলে ধরলে তো হবে না। আস্তে আস্তে সবকিছুর উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। এখন বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা মোটামুটি স্যাটিসফায়েড। কিন্তু আরও উন্নতির অনেক অবকাশ রয়ে গেছে। আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব।’
থানা পরিদর্শনের বিষয়টি তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, ‘আজকে থানা ভিজিটে আমার উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা। আপনারা জানেন যে সবার ছুটি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ছুটি হয় না। এই জন্য তাদের সঙ্গে দেখা করা, তাদের বিভিন্ন খোঁজখবর নেওয়া ও সমস্যাগুলো জানা। থানাগুলোর অবস্থা আগের চেয়ে অনেক ভালো। কিন্তু যেহেতু এগুলো ভাড়া বিল্ডিং, এই জন্য কতগুলো সমস্যা দেখা গেছে। এই জন্য এইগুলো (থানা) যত তাড়াতাড়ি আমরা আমাদের নিজস্ব জায়গায় করে ফেলতে পারব, তত ভালো।’
থানার সমস্যার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা নিজেরাই তো দেখলেন, থানায় আসার রাস্তা নেই। এই সমস্যাগুলো রয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি। আফতাব নগরে জায়গা আছে; আমরা যদি তাড়াতাড়ি ওখানে বিল্ডিং করে নিতে পারি, তাহলে থানাটা সেখানে শিফট করলে জনগণেরও সুবিধা হবে।’
দাবিদাওয়া আদায়ে বিভিন্ন সময় আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলে একের পর এক কর্মসূচি নিয়ে মাঠে ছিলেন তাঁরা। সরকারি কর্মচারীদের এমন দলবদ্ধ আন্দোলনের পথ বন্ধ করতে সরকারি চাকরি আইন সংশোধন করছে অন্তর্বর্তী সরকার।
৪ ঘণ্টা আগেনিরাপদ দেশের তালিকায় নতুন করে সাতটি দেশের নাম ঢুকিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। এতে করে ইউরোপের দেশগুলোয় বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) নেওয়ার সুযোগ কঠিন হলো।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এটি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দিবসটি উপলক্ষে মেহেরপুরে যাচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
৫ ঘণ্টা আগেঢাকার গুলশানে শিগগির প্রবাসীদের জন্য একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। এই হাসপাতাল বিদেশফেরত প্রবাসীদের উদ্যোগে পরিচালিত হবে এবং শেয়ার কেনার মাধ্যমে প্রবাসীরা এর মালিকানাও লাভ করবেন।
৯ ঘণ্টা আগে