Ajker Patrika

জান্তাকে যোদ্ধা সরবরাহ করে আরসা, তাদের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের শামিল: ফর্টিফাই রাইটস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীগুলোর দ্বারা সংঘটিত সহিংসতা যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস। সংস্থাটির প্রকাশিত নতুন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রোহিঙ্গা আশ্রয় শিবিরে পুরুষ, নারী ও শিশুদের হত্যা, অপহরণ, নির্যাতন ও হুমকির প্রমাণ পাওয়া গেছে। তারা রোহিঙ্গাদের আশ্রয় শিবির থেকে অপহরণ করে মিয়ানমারের জান্তা বাহিনীর পক্ষে যুদ্ধ করতে বাধ্য করে বলেও তথ্যপ্রমাণ মিলেছে।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘আমি যে কোনো মুহূর্তে খুন হতে পারি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানায় ফর্টিফাই রাইটস।

প্রতিবেদনের বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীগুলোর দ্বারা হত্যা, অপহরণ, নির্যাতন এবং অন্যান্য গুরুতর লঙ্ঘনের ওপর ৭৭ পৃষ্ঠার প্রতিবেদনটি, আশ্রয় শিবিরে চলমান সহিংসতা নিয়ে ১১৬ জনের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে তৈরি। যার মধ্যে গণহত্যা থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গা শরণার্থী, প্রত্যক্ষদর্শী, রোহিঙ্গা বিদ্রোহী, জাতিসংঘের কর্মকর্তা, মানবিক সহায়তা কর্মী এবং অন্যরা অন্তর্ভুক্ত। ফর্টিফাই রাইটস বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাবেক এবং বর্তমান সদস্যদের সঙ্গে কথা বলেছে, যার মধ্যে রয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ–আরসা) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সংঘটিত এসব অপরাধের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র সংঘাতের সরাসরি যোগসূত্র রয়েছে। এ কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং মিয়ানমারের জন্য স্বাধীন তদন্ত ব্যবস্থা (আইআইএমএম) এসব অপরাধ তদন্ত করতে পারে। সংস্থাটি বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছে, যাতে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা যায়।

ফর্টিফাই রাইটস–এর পরিচালক জন কুইনলি বলেন, ‘রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো বাংলাদেশ এবং মিয়ানমারে প্রায় সম্পূর্ণ দায়মুক্তির সঙ্গে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। যুদ্ধাপরাধ সাধারণত সশস্ত্র সংঘাতের প্রত্যক্ষ ক্ষেত্রেই সংঘটিত হয়। তবে এই ক্ষেত্রে, বাংলাদেশে সংঘটিত নির্দিষ্ট অপরাধগুলো মিয়ানমারের যুদ্ধে সরাসরি সংযুক্ত এবং যুদ্ধাপরাধের শামিল। সম্ভাব্য যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করা উচিত।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে বিশিষ্ট রোহিঙ্গা মানবাধিকার কর্মী মহিবুল্লাহ হত্যার পর আশ্রয় শিবিরে বিদ্রোহী সহিংসতা বেড়ে যায়। ২০২১ সালে ২২ টি,২০২২ সালে ৪২ টি,২০২৩ সালে ৯০টি এবং ২০২৪ সালে কমপক্ষে ৬৫টি হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের ৪ জানুয়ারি, ক্যাম্প–৪ এক্সটেনশনে রোহিঙ্গা বিদ্রোহীরা শিক্ষক ও কবি মোহাম্মদ ফয়সালকে অপহরণ করে গুলি করে হত্যা করে।

ফর্টিফাই রাইটসের তথ্য অনুযায়ী, তিনি আশ্রয় শিবিরে সংঘটিত অপরাধের বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে তথ্য দিচ্ছিলেন। একইভাবে, ২০২১ সালের ২২ অক্টোবর বালুখালী ক্যাম্পের একটি মাদ্রাসায় আরসা সদস্যদের হামলায় ছয়জন নিহত হয়। হামলার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্রোহীরা ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে হামলা চালিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের হত্যা করে।

ফর্টিফাই রাইটসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোহিঙ্গা বিদ্রোহীরা বাংলাদেশে আশ্রিতদের অপহরণ করে মিয়ানমারে নিয়ে গিয়ে মিয়ানমারের জান্তা বাহিনীর পক্ষে লড়তে বাধ্য করছে। ২০২৪ সালে এক কিশোরকে অপহরণ করে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশের ঘাঁটিতে পাঠানো হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। ১৭ বছর বয়সী এক ভুক্তভোগী বলেন, ‘সাতজন লোক আমাকে চায়ের দোকান থেকে অপহরণ করে, চোখে কাপড় বেঁধে এবং হাত-পা দড়ি দিয়ে বেঁধে মিয়ানমারে নিয়ে যায়। পরে আমাকে জান্তা বাহিনীর হয়ে যুদ্ধ করতে বাধ্য করা হয়।’

প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা আশ্রয় শিবিরে রোহিঙ্গা বিদ্রোহীদের কার্যক্রম দমনে বাংলাদেশ সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। ফর্টিফাই রাইটস বলছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে কাজ করে যুদ্ধাপরাধ তদন্তে সহায়তা করা।’ এ ছাড়া, সংস্থাটি আন্তর্জাতিক দাতা দেশগুলোকে আশ্রিত রোহিঙ্গাদের জন্য সুরক্ষিত আশ্রয় ও পুনর্বাসন ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাভিন মুরশিদ বলেন, রোহিঙ্গা শিবিরে যেসব গ্রুপ আছে, আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও), এখানে তাদের দাবি কী? এরা কেন আছে এখানে? ওরা কী চাচ্ছে? ওরা কিসের জন্য এত মারামারি, কাটাকাটি করছে? যেখানে তারা দুজনেই বলছে তারা অধিকার, স্বাধীনতা চায়। তারা চায় মিয়ানমারে এক ধরনের পরিবর্তন আসুক, যেখানে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার একটা সুযোগ থাকবে। তারা দুজনেই যেহেতু সে সুযোগ চায়, তাহলে তারা একসঙ্গে কাজ না করে মারামারি করছে কেন? এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। এ ছাড়া যেসব স্থান তাদের আওতায়, সেসব স্থানে সহিংসতার পরিমাণ কেমন তাও দেখা উচিত।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফর্টিফাই রাইটসের সিনিয়র অ্যাডভোকেসি স্পেশালিস্ট প্যাট্রিক ফোংসাথর্ন ও সাংবাদিক তানভীরুল মিরাজ রিপন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

জাবির সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা: ৭ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

জুলাই আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩ রকম শাস্তি দিল প্রশাসন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত