Ajker Patrika

শেষ হলো বিমানের প্রি-হজ ফ্লাইট, সৌদি গেলেন ৪১৯০২ হজযাত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
ফাইল ছবি
ফাইল ছবি

পবিত্র হজ ২০২৫ উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রি-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৮টি ফ্লাইটে ৪১ হাজার ৯০২ জন হজযাত্রী সৌদি আরবে গেলেন।

গত ৩১ মে ফ্লাইট বিজি ৩৩৫ সফলভাবে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ. বি. এম. রওশন কবীর।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু নিজেদের ফ্লাইট পরিচালনাই নয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস গ্রাউন্ড হ্যান্ডলার হিসেবে সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনসের হজ ফ্লাইটেও অত্যন্ত যত্নের সঙ্গে প্রয়োজনীয় সেবা প্রদান করেছে।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল থেকে প্রি-হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। হজযাত্রীদের সেবা দিতে আশকোনার হজ ক্যাম্প, চট্টগ্রাম এবং সিলেট থেকে কার্যক্রম পরিচালনা করেছে বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-হজ ফ্লাইটের সফল সমাপ্তির পর, এখন পোস্ট-হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রস্তুত রয়েছে। এই ফ্লাইট কার্যক্রম ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে, যেখানে সৌদি আরব থেকে হজ সম্পন্ন করে ফেরা যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সময়মতো দেশে ফেরানোর জন্য নিরলসভাবে কাজ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত