Ajker Patrika

জনসচেতনতা বাড়াতে ‘ফায়ার সার্ভিস’ সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১২: ৫৯
জনসচেতনতা বাড়াতে ‘ফায়ার সার্ভিস’ সপ্তাহ শুরু

দেশে অগ্নিনিরাপত্তা জোরদারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিবছরের মতো এবারও উদ্‌যাপিত হচ্ছে ফায়ার সার্ভিস সপ্তাহ–২০২২।

আজ মঙ্গলবার সকাল থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা বাণী দিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর মিরপুরের ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ফায়ার সপ্তাহ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সব বিভাগ ও প্রতিটি জেলায় বেলা ১১টায় ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত