Ajker Patrika

১৩ বিসিএসে নিয়োগের সুপারিশ পেয়েছেন ৪১ হাজার ৫৬৬ জন: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৩ বিসিএসে নিয়োগের সুপারিশ পেয়েছেন ৪১ হাজার ৫৬৬ জন: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০১০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত (২৮তম থেকে ৪০তম (বিশেষ)) বিসিএস পরীক্ষায় ৪১ হাজার ৫৬৬ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ প্রদান করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। একই সময়ে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৫ হাজার ৭০৯ এবং ২য় শ্রেণিতে সাত হাজার ১৬১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) কোনো পদে সরাসরি নিয়োগ প্রদান করে না। ক্যাডার ও নন ক্যাডার পদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ৯ম ও তদুধর্ব গ্রেডে ৪ হাজার ৫৬৬ জনকে এবং ২য় শ্রেণির (১০ম ও ১১তম) বিভিন্ন নন ক্যাডার পদে ৪৩ হাজার ৪১২ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, ২০২১-২২ অর্থবছরে দেশে ৪৭ রাখ ৫৯ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, ৫০টির বেশি দেশে বাংলাদেশ থেকে মৎস্য ও মৎস্যজাত পণ্য বাংলাদেশ রপ্তানি করে। ২০২১-২২ অর্থবছরে ৭৪ হাজার ৪২ দশমিক ৬৭ মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৫ হাজার ১৯১ কোটি ৭৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।

সরকার দলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩টি বেঞ্চ এবং হাইকোর্ট বিভাগে ১৮টি একক ও ৩৩টি দ্বৈত বেঞ্চ কাজ করছে।

আইনমন্ত্রী বলেন, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে মোট ৫৪টি বেঞ্চে ৯৮ জন বিচারক বিচারকাজ পরিচালনা করছেন। এত ৫ লক্ষাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিচারক সংখ্যা বাড়ানো গেলে বেঞ্চ সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত