নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চুক্তি ছিল ছয় চালানে তিন কোটি ডোজ দেওয়ার। কিন্তু দুই চালানে ৭০ লাখ দেওয়ার পরই সরবরাহ বন্ধ করে দিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। ফলে অক্সফোর্ড–অ্যাস্ট্রেজেনেকার কোভিশিল্ড টিকা দিয়ে প্রথম ধাপের টিকাদান কর্মসূচি মাঝপথে থেমে গেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে অগ্রাধিকার দিতে গিয়ে এ বছর সেরামের টিকা সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে চীন এবং রাশিয়া থেকে টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চুক্তি হয়েছে আমদানি এবং যৌথ উৎপাদনের।
গত ২৭ মে মন্ত্রিসভায় চীন থেকে দেড় কোটি টিকা কেনার প্রস্তাব অনুমোদন হয়। সিদ্ধান্ত হয় প্রতি ডোজ ১০ ডলার করে কেনা হবে সিনোফার্মের টিকা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আকতার। এরপরই ঘটে বিপত্তি।
১ জুন থেকেই শুরু হয় চাপান-উতোর। এ দিনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে সেই অতিরিক্ত সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। শাহিদা আকতারের জায়গায় দায়িত্ব দেওয়া হয় সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিনকে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শাহিদা আকতার কেন নিজ দায়িত্বে টিকার দাম সংবাদমাধ্যমে বলে দিলেন-এ নিয়ে তদন্ত চলছে। সেই তদন্তের জেরেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে।
বিষয়টি নিয়ে আজকের পত্রিকার পক্ষ থেকে ড. শাহিদা আকতারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, চীনের সঙ্গে করা ‘নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) ’–এর শর্ত ছিল–কত দামে টিকা কেনা হচ্ছে তা প্রকাশ করা যাবে না।
চীনের কাছে থেকেই একই টিকা ১৫ ডলার করে কিনেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের গণমাধ্যমে ১০ ডলারে টিকা কেনার খবর প্রকাশ্যে আসার পর দেশটির চীনের কাছে ক্ষোভ প্রকাশ করে। এরপর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় চীন। চীনের বক্তব্য সুসম্পর্ক বজায় রাখতেই তারা অন্য দেশে ১৫ ডলারে বিক্রি করা টিকা বাংলাদেশে ১০ ডলারে বিক্রি করতে রাজি হয়েছে। কিন্তু বিষয়টি যেহেতু আর গোপন থাকলো না, সেহেতু বাংলাদেশকে এখন ১৫ ডলার দরেই টিকা কিনতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, এনডিএর শর্ত ভঙ্গের যে ব্যাখ্যা চীন চেয়েছে তা খুবই যৌক্তিক। এরপরই বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ের ডেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে বাংলাদেশ। চীনের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম আজকের পত্রিকাকে বলেন, টিকার দাম প্রকাশ হওয়ায় তাঁরা (চীন) কিছুটা ক্ষুব্ধ। তাঁরা চেয়েছিলেন, কোনোভাবেই যাতে দামটা কেউ না জানে। এখন যেহেতু হয়ে গেছে, আমরা চেষ্টা চালাচ্ছি, সম্পর্কটা যাতে খারাপ না হয় এবং ওই দামে (১০ ডলার) যাতে টিকাটা পাওয়া যায়।
ঢাকা: চুক্তি ছিল ছয় চালানে তিন কোটি ডোজ দেওয়ার। কিন্তু দুই চালানে ৭০ লাখ দেওয়ার পরই সরবরাহ বন্ধ করে দিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। ফলে অক্সফোর্ড–অ্যাস্ট্রেজেনেকার কোভিশিল্ড টিকা দিয়ে প্রথম ধাপের টিকাদান কর্মসূচি মাঝপথে থেমে গেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে অগ্রাধিকার দিতে গিয়ে এ বছর সেরামের টিকা সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে চীন এবং রাশিয়া থেকে টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চুক্তি হয়েছে আমদানি এবং যৌথ উৎপাদনের।
গত ২৭ মে মন্ত্রিসভায় চীন থেকে দেড় কোটি টিকা কেনার প্রস্তাব অনুমোদন হয়। সিদ্ধান্ত হয় প্রতি ডোজ ১০ ডলার করে কেনা হবে সিনোফার্মের টিকা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আকতার। এরপরই ঘটে বিপত্তি।
১ জুন থেকেই শুরু হয় চাপান-উতোর। এ দিনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে সেই অতিরিক্ত সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। শাহিদা আকতারের জায়গায় দায়িত্ব দেওয়া হয় সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিনকে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শাহিদা আকতার কেন নিজ দায়িত্বে টিকার দাম সংবাদমাধ্যমে বলে দিলেন-এ নিয়ে তদন্ত চলছে। সেই তদন্তের জেরেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে।
বিষয়টি নিয়ে আজকের পত্রিকার পক্ষ থেকে ড. শাহিদা আকতারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, চীনের সঙ্গে করা ‘নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) ’–এর শর্ত ছিল–কত দামে টিকা কেনা হচ্ছে তা প্রকাশ করা যাবে না।
চীনের কাছে থেকেই একই টিকা ১৫ ডলার করে কিনেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের গণমাধ্যমে ১০ ডলারে টিকা কেনার খবর প্রকাশ্যে আসার পর দেশটির চীনের কাছে ক্ষোভ প্রকাশ করে। এরপর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় চীন। চীনের বক্তব্য সুসম্পর্ক বজায় রাখতেই তারা অন্য দেশে ১৫ ডলারে বিক্রি করা টিকা বাংলাদেশে ১০ ডলারে বিক্রি করতে রাজি হয়েছে। কিন্তু বিষয়টি যেহেতু আর গোপন থাকলো না, সেহেতু বাংলাদেশকে এখন ১৫ ডলার দরেই টিকা কিনতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, এনডিএর শর্ত ভঙ্গের যে ব্যাখ্যা চীন চেয়েছে তা খুবই যৌক্তিক। এরপরই বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ের ডেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে বাংলাদেশ। চীনের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম আজকের পত্রিকাকে বলেন, টিকার দাম প্রকাশ হওয়ায় তাঁরা (চীন) কিছুটা ক্ষুব্ধ। তাঁরা চেয়েছিলেন, কোনোভাবেই যাতে দামটা কেউ না জানে। এখন যেহেতু হয়ে গেছে, আমরা চেষ্টা চালাচ্ছি, সম্পর্কটা যাতে খারাপ না হয় এবং ওই দামে (১০ ডলার) যাতে টিকাটা পাওয়া যায়।
শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক বা অবরুদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে তাঁদের এনআইডি যাচাই করে সেবা নেওয়ার পথ রুদ্ধ হলো। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১৫ মিনিট আগেরাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে পাঁচটি কমিশনের একটি শ্রমবিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন...
১ ঘণ্টা আগেজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগেহাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনার জন্য সচিব, রেলপথ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্য সদস্যদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি থাকবে এবং প্রতিটি হাসপাতালের জন্য পৃথক স্থানীয় যৌথ ব্যবস্থাপনা কমিটি থাকবে। এই ব্যবস্থাপনা কমিটির গঠন ও কার্যপরিধি সরকার..
৩ ঘণ্টা আগে