Ajker Patrika

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের পরিবারের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত
সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

সাবেক কৃষি ও খাদ্যমন্ত্রী এবং টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রাজ্জাক, তাঁর স্ত্রী শিরিন আক্তার বানু ও কন্যা ফারজানা আক্তার তন্দ্রার ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুদকের সরকারি পরিচালক মো. আব্দুল মালেক তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেন।

আবেদন অনুযায়ী আব্দুর রাজ্জাকের চারটি ব্যাংক হিসাবে থাকা ৪২ লাখ ৫১ হাজার ৫০১ টাকা, তাঁর স্ত্রী শিরিন আক্তার বানুর চারটি ব্যাংক হিসাবে থাকা ৬৮ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা ও মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার একটি ব্যাংক হিসাবে থাকা ২৮ লাখ টাকা অর্থাৎ তিনজনের নয়টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, আব্দুর রাজ্জাক ও তাঁর স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ-বাণিজ্যের অভিযোগ রয়েছে। এ ছাড়া সরকারি জমি দখলসহ দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব কাজের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। শত শত কোটি টাকা আদম ব্যবসায়ী নুর আলীর মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা রয়েছে বলে সন্ধান পাওয়া গেছে। এই টাকা তাঁরা যেকোনো সময় হস্তান্তর-স্থানান্তর করতে পারেন বলে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ সুষ্ঠুভাবে অনুসন্ধানের জন্য এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত