Ajker Patrika

এবার তিন নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২: ৫৯
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

এবার বিগত তিন তিনটি জাতীয় নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাঁদের বিষয়ে তথ্য চাওয়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি মাঠপর্যায়ে পাঠানো হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সব জেলা প্রশাসককে ইসির পাঠানো এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ডিএমপির শেরেবাংলা নগর থানার মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পিবিআই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সব জেলা ও মহানগরে নির্বাচনী এলাকায় নির্বাচনকালীন দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করেছে। তাই জরুরি ভিত্তিতে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে চিঠিতে।

এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে ইসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত