Ajker Patrika

প্রতিবন্ধীদের জন্য উন্নয়ন ফাউন্ডেশন, সংসদে বিল পাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিবন্ধীদের জন্য উন্নয়ন ফাউন্ডেশন, সংসদে বিল পাস

প্রতিবন্ধী ব্যক্তিদের দেশের উন্নয়নকাজে সম্পৃক্ত, সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে নতুন একটি বিল পাস হয়েছে। আজ সোমবার জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল–২০২৩ সংসদে পাস হয়। 

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমদ বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়। 

বিলে বলা হয়েছে, এই আইনের অধীনে ‘জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন’ নামে একটি ফাউন্ডেশন গঠন করা হবে। বিলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা, নির্ধারিত পদ্ধতিতে প্রতিবন্ধী ব্যক্তিকে অনুদান ও ঋণ দেওয়া এবং কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ ফাউন্ডেশনের কার্যাবলি নির্ধারণ করে দেওয়া হয়েছে। 

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, এ আইন পাস হলে সমাজকল্যাণ ক্ষেত্রে নীতি নির্ধারণ, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ, উৎসাহ প্রদান, সহযোগিতা ও সমন্বয় সাধনের প্রয়োজনে সমাজকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য বিদ্যমান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল ও সুসংহত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত