নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদযাত্রায় যানজট এড়াতে পদ্মাসেতুর ওপর দিয়ে গাড়ির চলাচলের গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ রোববার বিকেলে বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়ক ও রেলপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলে উপদেষ্টা।
উপদেষ্টা ফাওজুল কবির বলেন, ‘পদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে সে জন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। এতে যানজট হবে না গাড়ি আটকে থাকবে না দ্রুত গাড়ি চলে যেতে পারবে। মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে সেগুলো দেওয়ার নির্দেশে দেওয়া হয়েছে। একই সঙ্গে যদি দুর্ঘটনা ঘটে, তাহলে যেন দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাওয়া যায়-সে ধরনের ব্যবস্থাপনাও থাকবে।’
ঈদে জানমালের নিরাপত্তার স্বার্থে রাজধানীর বাস টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো ও সেগুলো মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ঈদের সময় গুলিস্তান, ফুলবাড়িয়া, মহাখালী গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় সিসিটিভি বসানো হবে এবং সেগুলো মনিটর করা হবে। এগুলোর জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে।’
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘ঈদে দেড় কোটি মানুষ বাড়ি যাবে। এর আগে রাস্তা সংস্কার করার একটা বিষয় থাকে। আমরা সেই জায়গাগুলো চিহ্নিত করেছি। আগামী ১৫ রোজার মধ্যে সকল রাস্তার সংস্কার কাজ শেষ করতে হবে।’
এবার ঈদে যানজট কম হবে। কারণ অনেক ছুটি আছে, মানুষ ধাপে ধাপে যেতে পারবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।
ট্রেনের টিকিটের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ঈদের সময় ১০টা বিশেষ ট্রেন চালানো হবে। কোনো ট্রেনের ডে-অফ থাকবে না ঈদের সময়। ঈদে অগ্রিম টিকিট দেওয়া হবে ১৪ মার্চ। এই দিন দেওয়া হবে ২৪ মার্চের অগ্রিম টিকিট এবং ৪৪টা অতিরিক্ত কোচ সংযোজন করা হবে অতিরিক্ত যাত্রী পরিবহন করার জন্য। এ ছাড়া ট্রেনের সকল অগ্রিম টিকিট অনলাইনে দেওয়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে অনলাইনে দেওয়া হবে এবং পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে দেওয়া হবে। প্রতিটি ট্রেনের ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে ট্রেনের যাত্রার আগে।’
সংবাদ সম্মেলনে মহাসড়কে ডাকাতির বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক উপদেষ্টা বলেন, ‘হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। তারা মহাসড়কে টহল দেবে যাতে ডাকাতির মতো ঘটনা না ঘটে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে।’
ঈদের শেষের দিকে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, এ বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক উপদেষ্টা বলেন, ‘সড়ক এবং রেল মন্ত্রণালয় থেকে টিম থাকবে। তারা নিজে এসব জায়গা পরিদর্শন করবে। ঈদে মানুষের যাতায়াতটা যেন সুন্দর হয়, এবার সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি।’
মহাসড়কে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে প্রশ্ন করা হলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বলেন, সড়কপথে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে পারবে না। এ রকম কোনো তথ্য পেলে আমাদের কাছে দিলে, আমরা ব্যবস্থা নেব।’
ঈদযাত্রায় যানজট এড়াতে পদ্মাসেতুর ওপর দিয়ে গাড়ির চলাচলের গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ রোববার বিকেলে বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়ক ও রেলপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলে উপদেষ্টা।
উপদেষ্টা ফাওজুল কবির বলেন, ‘পদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে সে জন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। এতে যানজট হবে না গাড়ি আটকে থাকবে না দ্রুত গাড়ি চলে যেতে পারবে। মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে সেগুলো দেওয়ার নির্দেশে দেওয়া হয়েছে। একই সঙ্গে যদি দুর্ঘটনা ঘটে, তাহলে যেন দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাওয়া যায়-সে ধরনের ব্যবস্থাপনাও থাকবে।’
ঈদে জানমালের নিরাপত্তার স্বার্থে রাজধানীর বাস টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো ও সেগুলো মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ঈদের সময় গুলিস্তান, ফুলবাড়িয়া, মহাখালী গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় সিসিটিভি বসানো হবে এবং সেগুলো মনিটর করা হবে। এগুলোর জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে।’
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘ঈদে দেড় কোটি মানুষ বাড়ি যাবে। এর আগে রাস্তা সংস্কার করার একটা বিষয় থাকে। আমরা সেই জায়গাগুলো চিহ্নিত করেছি। আগামী ১৫ রোজার মধ্যে সকল রাস্তার সংস্কার কাজ শেষ করতে হবে।’
এবার ঈদে যানজট কম হবে। কারণ অনেক ছুটি আছে, মানুষ ধাপে ধাপে যেতে পারবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।
ট্রেনের টিকিটের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ঈদের সময় ১০টা বিশেষ ট্রেন চালানো হবে। কোনো ট্রেনের ডে-অফ থাকবে না ঈদের সময়। ঈদে অগ্রিম টিকিট দেওয়া হবে ১৪ মার্চ। এই দিন দেওয়া হবে ২৪ মার্চের অগ্রিম টিকিট এবং ৪৪টা অতিরিক্ত কোচ সংযোজন করা হবে অতিরিক্ত যাত্রী পরিবহন করার জন্য। এ ছাড়া ট্রেনের সকল অগ্রিম টিকিট অনলাইনে দেওয়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে অনলাইনে দেওয়া হবে এবং পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে দেওয়া হবে। প্রতিটি ট্রেনের ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে ট্রেনের যাত্রার আগে।’
সংবাদ সম্মেলনে মহাসড়কে ডাকাতির বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক উপদেষ্টা বলেন, ‘হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। তারা মহাসড়কে টহল দেবে যাতে ডাকাতির মতো ঘটনা না ঘটে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে।’
ঈদের শেষের দিকে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, এ বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক উপদেষ্টা বলেন, ‘সড়ক এবং রেল মন্ত্রণালয় থেকে টিম থাকবে। তারা নিজে এসব জায়গা পরিদর্শন করবে। ঈদে মানুষের যাতায়াতটা যেন সুন্দর হয়, এবার সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি।’
মহাসড়কে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে প্রশ্ন করা হলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বলেন, সড়কপথে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে পারবে না। এ রকম কোনো তথ্য পেলে আমাদের কাছে দিলে, আমরা ব্যবস্থা নেব।’
বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী ৬ বছরের ব্যবধানে দেশটি বাংলাদেশ থেকে ১২ লাখ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। তাঁদের মধ্যে প্রায় ২০ হাজার শ্রমিক নেবে বিনা খরচে।
৩ ঘণ্টা আগেরাজধানী ঢাকায় এবার বিদ্যুৎ-চালিত (ইলেকট্রিক) বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে। এ জন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে পাঠানো এই প্রস্তাবে বলা হয়েছে, প্রকল্পে ৪০০ বিদ্যুৎ-চালিত বাস কেনা হবে। এসব বাসের ডিপো...
৩ ঘণ্টা আগেধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের দায়েরকৃত নির্বাচনী মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল দায়ের না করা বিষয়ে কোন আইনি জটিলতা আছে কিনা-সে বিষয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগেইন্টারনেটের দাম জুলাই থেকে ২০ শতাংশ কমছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি বলেছেন, ‘মূল্য এ বছরের জুলাই মাস থেকে ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) স্তরে ইন্টারনেটের দাম ২০ শতাংশ হারে কমানো হবে।’
৭ ঘণ্টা আগে