Ajker Patrika

এখন থেকে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ২১: ৩০
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে এই সেবা পুনরায় চালু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। 

আজ সোমবার ইসির এ-সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে চিঠি জারি করেছে এনআইডি শাখার উপাত্ত ব্যবস্থাপনা শাখার প্রোগ্রামার সিফাত জাহান। 

নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায়, কমিশনের অনুমোদনক্রমে মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তরের রোল চালু করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মাইগ্রেশন-সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে পারবেন। তবে নওগাঁ-২ আসনের নির্বাচন চলমান থাকায় ওই আসনের নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে মাইগ্রেশনের কার্যক্রম বন্ধ রাখতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত