Ajker Patrika

সবাইকে সংযমী হতে হবে: প্রধান বিচারপতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সবাইকে সংযমী হতে হবে: প্রধান বিচারপতি 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘সবাইকে পরকালে বিচারের মুখোমুখি হতে হবে। সেই বিচারের মুখোমুখি হয়ে আমরা কি জবাব দিব? সে জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। রাসুল (সা.) যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেই পথ অনুসরণ করার চেষ্টা করতে হবে। আমাদের সংযমী হতে হবে। তাহলে শেষ বিচারের দিন হিসাব-নিকাশ সহজে দিতে পারব।’

আজ শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমার কাছে মনে হয়, আমরা কেমন যেন অসহিষ্ণু হয়ে উঠছি। সারা বিশ্বে যে সংকট শুরু হয়েছে আমাদের দেশেও তা হতে পারত। সেই সংকট মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে সহনশীল ও সংযমী হওয়ার আহ্বান জানান তিনি।

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ সারোয়ার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি মো. বোরহান উদ্দিন, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি খিজির হায়াত, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, সুপ্রিম কোর্ট বার সম্পাদক আব্দুন নূর দুলালসহ ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত