Ajker Patrika

করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১২,১৯৩ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ২৮
করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১২,১৯৩ 

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত এক দিনে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন।  

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যেখানে গতকালও ৩১ জনের মৃত্যু এবং ১৩ হাজার ১৫৪ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।   

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন করোনা রোগী। 

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৬৭টি সক্রিয় ল্যাবে ৪৪ হাজার ৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ২৯ দশমিক ৪৩ শতাংশ। 

আগের দিন ৮৬৫টি সক্রিয় ল্যাবে ৪৫ হাজার ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ।  

দেশে মোট ১ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ২২৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৫৬ শতাংশ। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত