Ajker Patrika

যুগ্ম সচিব হলেন ১৭৫ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২২, ২১: ৩২
যুগ্ম সচিব হলেন ১৭৫ কর্মকর্তা

প্রশাসন ক্যাডারসহ বিভিন্ন বিসিএসের ১৭৫ জন কর্মকর্তাকে উপসচিব থেকে পদোন্নতি দিয়ে পেয়ে যুগ্ম সচিব করা হয়েছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষর করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। একটি প্রজ্ঞাপনে দেশে কর্মরত ১৬৫ জন কর্মকর্তা এবং অন্যটিতে বিদেশে চাকরিরত ১০ জনকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলো। যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যোগদানপত্র ই-মেইলে পাঠাবেন। 

এর আগে গতকাল মঙ্গলবার প্রশাসনে কর্মরত ২৫৯ জন কর্মকর্তা উপসচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত