Ajker Patrika

কওমি শিক্ষার্থীদের স্বীকৃত সনদের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন আল-হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত
ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন আল-হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

দেশের কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের জন্য স্বীকৃত সনদের দাবি জানিয়েছে আল-হাইয়াতুল উলিয়া। আজ সোমবার ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেনের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করে এই দাবি জানান।

সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কওমি শিক্ষার্থীদের জ্ঞান ও কর্মদক্ষতা জাতিকে সমৃদ্ধ করতে পারে। তাদের নৈতিক শিক্ষা ও সৃজনশীলতাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো সম্ভব হলে দেশ আরও এগিয়ে যাবে।’

আফম খালিদ হোসেন বলেন, ‘সরকার কওমি মাদ্রাসার স্বীকৃত সনদ বাস্তবায়নের বিষয়ে আন্তরিক। তবে এ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট রূপরেখার মাধ্যমে এগিয়ে যেতে হবে।’ সরকার সে লক্ষ্যে কাজ করছে বলেও তিনি প্রতিনিধি দলকে জানান। এ সময় তিনি সনদ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আল-হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান। অন্যান্যদের মধ্যে ছিলেন বসুন্ধরা রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা মুফতি আরশাদ রাহমানী, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আব্দুল বছীর, মাওলানা মুফতি মোহাম্মাদ আলী ও মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরীদী প্রমুখ।

উল্লেখ্য, আল-হাইয়াতুল উলিয়া দেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ শিক্ষা পরিষদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত