নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম হাতে নেওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে মতানৈক্য ও ভুল বোঝাবুঝি হয়। সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দীর্ঘ দুই বছরের বেশি সময় পর, বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আবার স্মার্টকার্ড বিতরণ শুরু করল কাজী হাবিবুল আউয়াল কমিশন।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০৪ জন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা সংবলিত স্মার্টকার্ড দেওয়া হয়। এ দিন ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে মঞ্চে ডেকে এবং বাকিদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়।
২০২২ সালে বিদায়ী কেএম নূরুল হুদা কমিশনের এ উদ্যোগ আটকে ছিল মন্ত্রণালয় ও কমিশনের রেষারেষিতে। যা দুজন নির্বাচন কমিশনারের বক্তব্যেও উঠে আসে।
মুক্তিযুদ্ধের তাৎপর্য অসীম উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সংগ্রামের মাধ্যমেই একটি দেশ স্বাধীনতা অর্জন করে। আমাদের মুক্তিযুদ্ধে যে পরিমাণ ত্যাগ বাঙালি জাতিকে করতে হয়েছে, তা বিশ্বের ইতিহাসে স্মরণীয়। মুক্তিযুদ্ধ বেঁচে থাকে গল্পে, কাব্যে, নাটকের মাধ্যমে। মুক্তিযুদ্ধের ঝান্ডা প্রজন্ম থেকে প্রজন্ম সঞ্চারিত করতে হয়।’
তিনি আরও বলেন, ‘যে চেতনার মূল্যবোধে ত্রিশ লক্ষ বাঙালি শহীদ হয়েছে, নির্বাচনের মাধ্যমে, আর্থিক উন্নয়নে বিশ্বের দরবারে যাতে দাঁড়াতে পারি।’
মুক্তিযোদ্ধাদের এই কার্ড না হারানোর পরামর্শ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এই কার্ড হারাবেন না। এটা বীরত্বের একটি স্মারক। হয়তো আপনি থাকবেন না, আপনার কার্ডটা থেকে যাবে।’
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের মতানৈক্য হওয়ায় এই কার্যক্রম বিলম্বিত হওয়ার কথা স্বীকার করে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দুঃখ আমার বয়স তখন ১০। আমি যেতে পারিনি। এই দুঃখ থাকবে আজীবন।’
মন্ত্রণালয়ের সঙ্গে কমিশনের দূরত্বের কথা জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘এই বিষয় গত কমিশন থেকে শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। তারা আপত্তি দিয়ে এটা বন্ধ করে দিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘আনিছ সাহেবের মতন আমার বয়সও তখন ১০। মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি, এই দুঃখ আজীবন থাকবে।’
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব শফিক আলম মেহেদী বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তানদের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট কার্ড দেওয়া নির্বাচন কমিশনের অনন্য উদ্যোগ।’
মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হক বলেন, ‘বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কাজ করেছেন। এই সরকারের অধীনেই নির্বাচন কমিশন মুক্তিযোদ্ধাদের এই কার্ড দিয়েছে। তারা শুধু সম্মানটুকু পেতে চায়। এইটাই তাদের (মুক্তিযোদ্ধাদের) দাবি, বেশি না।’
সাবেক নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী বলেন, ‘মুক্তিযোদ্ধাকে সম্মানিত করার মাধ্যমে কমিশনও সম্মানিত হয়েছে।’
ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মাহবুবুর রহমান, ইসির অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম হাতে নেওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে মতানৈক্য ও ভুল বোঝাবুঝি হয়। সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দীর্ঘ দুই বছরের বেশি সময় পর, বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আবার স্মার্টকার্ড বিতরণ শুরু করল কাজী হাবিবুল আউয়াল কমিশন।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০৪ জন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা সংবলিত স্মার্টকার্ড দেওয়া হয়। এ দিন ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে মঞ্চে ডেকে এবং বাকিদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়।
২০২২ সালে বিদায়ী কেএম নূরুল হুদা কমিশনের এ উদ্যোগ আটকে ছিল মন্ত্রণালয় ও কমিশনের রেষারেষিতে। যা দুজন নির্বাচন কমিশনারের বক্তব্যেও উঠে আসে।
মুক্তিযুদ্ধের তাৎপর্য অসীম উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সংগ্রামের মাধ্যমেই একটি দেশ স্বাধীনতা অর্জন করে। আমাদের মুক্তিযুদ্ধে যে পরিমাণ ত্যাগ বাঙালি জাতিকে করতে হয়েছে, তা বিশ্বের ইতিহাসে স্মরণীয়। মুক্তিযুদ্ধ বেঁচে থাকে গল্পে, কাব্যে, নাটকের মাধ্যমে। মুক্তিযুদ্ধের ঝান্ডা প্রজন্ম থেকে প্রজন্ম সঞ্চারিত করতে হয়।’
তিনি আরও বলেন, ‘যে চেতনার মূল্যবোধে ত্রিশ লক্ষ বাঙালি শহীদ হয়েছে, নির্বাচনের মাধ্যমে, আর্থিক উন্নয়নে বিশ্বের দরবারে যাতে দাঁড়াতে পারি।’
মুক্তিযোদ্ধাদের এই কার্ড না হারানোর পরামর্শ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এই কার্ড হারাবেন না। এটা বীরত্বের একটি স্মারক। হয়তো আপনি থাকবেন না, আপনার কার্ডটা থেকে যাবে।’
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের মতানৈক্য হওয়ায় এই কার্যক্রম বিলম্বিত হওয়ার কথা স্বীকার করে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দুঃখ আমার বয়স তখন ১০। আমি যেতে পারিনি। এই দুঃখ থাকবে আজীবন।’
মন্ত্রণালয়ের সঙ্গে কমিশনের দূরত্বের কথা জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘এই বিষয় গত কমিশন থেকে শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। তারা আপত্তি দিয়ে এটা বন্ধ করে দিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘আনিছ সাহেবের মতন আমার বয়সও তখন ১০। মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি, এই দুঃখ আজীবন থাকবে।’
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব শফিক আলম মেহেদী বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তানদের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট কার্ড দেওয়া নির্বাচন কমিশনের অনন্য উদ্যোগ।’
মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হক বলেন, ‘বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কাজ করেছেন। এই সরকারের অধীনেই নির্বাচন কমিশন মুক্তিযোদ্ধাদের এই কার্ড দিয়েছে। তারা শুধু সম্মানটুকু পেতে চায়। এইটাই তাদের (মুক্তিযোদ্ধাদের) দাবি, বেশি না।’
সাবেক নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী বলেন, ‘মুক্তিযোদ্ধাকে সম্মানিত করার মাধ্যমে কমিশনও সম্মানিত হয়েছে।’
ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মাহবুবুর রহমান, ইসির অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ড. সৈয়দ জামিল আহমেদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় একাডেমির এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
২৬ মিনিট আগেজুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে অন্তত ৭১৬টি মামলা হয়েছে। এর মধ্যে ৪০০-র বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। সেখানে কয়েকটি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। থানার পুলিশের হাতে থাকা...
১০ ঘণ্টা আগেবাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। আজ শুক্রবার সন্ধ্যায় একাডেমির এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পদত্যাগের কথা বলেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি..
১৫ ঘণ্টা আগেজাটকা সংরক্ষণে আগামীকাল ১ মার্চ (শনিবার) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৬০ দিন দেশের ছয় জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে...
১৫ ঘণ্টা আগে