Ajker Patrika

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
২৪ ঘণ্টায় করোনা শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু 

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এই সংখ্যা ছিল ৩০ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৮০১ জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪৭ জন। 

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯ হাজার ৩১৪ জনে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৭ জন কোভিড রোগী। এ নিয়ে এখন পর্যন্ত ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন কোভিড রোগী সেরে উঠেছেন। 

আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৫০৯টি সক্রিয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১১৫টি নমুনা। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ০৩। আর শুরু থেকে বর্তমান পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ। 

 ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...