Ajker Patrika

২০ দফা দাবিতে বিমানের কেবিন ক্রুদের অনশন, কর্মবিরতির হুমকি

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৯: ৪৯
২০ দফা দাবিতে বিমানের কেবিন ক্রুদের অনশন, কর্মবিরতির হুমকি

২০ দফা দাবিতে এবার আন্দোলনে নেমেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেবিন ক্রু ইউনিয়নের নেতৃবৃন্দ। 

আজ রোববার সকাল থেকে বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়নের পক্ষ থেকে প্রায় ৪০ জন কেবিন ক্রু অনশন করেন। ২০ দফা পূরণ না হলে তাঁরা কর্মবিরতির হুমকিও দেন। 

কেবিন ক্রুরা জানান, তাঁরা দাবি আদায়ে সকাল থেকে অনশন করছেন। দাবি আদায় না হলে, তাঁরা ফ্লাইট পরিচালনা না করে কর্মবিরতিতে যাবেন বলেও হুমকি দেন। 

এ বিষয়ে জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তাঁরা সকাল থেকে বিমানের পরিচালকের (কাস্টমার সার্ভিস) হায়াত-উদ-দৌলা খানের রুমে অবস্থান নিয়ে দাবি পেশ করেছে। তাঁরা কর্মবিরতির কথাও বলেছে। যদিও তাঁদের উচিত এই মুহূর্তে এসব বিষয়ে আন্দোলন না করে কাজে মন দেওয়া। কারণ, বর্তমানে বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের এমন কেউ নেই যাঁরা সিদ্ধান্ত দিতে পারেন। 

কেবিন ক্রুদের দাবিগুলোর মধ্যে রয়েছে—ফ্লাইট সার্ভিসে সব চুক্তিভিত্তিক কেবিন ক্রুর চাকরি স্থায়ীকরণ করা ও পেনশন সুবিধার আওতায় আনা, কোভিডকালীন ক্রুদের যেসব বেতন ও ভাতা কাটা হয়েছিল তা পুনর্বহাল, নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬ এ ও বি ব্যাচের কেবিন ক্রুদের বেতন–ভাতার বৈষম্য দূর এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা। 

এ ছাড়া ক্রুদের বর্তমান অ্যালাউন্স তিন মাস পরপর রিভিউর প্রশাসনিক আদেশ বাতিল করে ১০০% ভাতা ডলারে প্রদানের জন্য নতুন প্রশাসনিক আদেশ জারি, যাত্রীদের সেফটি এবং সার্ভিস সুষ্ঠুভাবে প্রদানের জন্য ক্রুদের নিরবচ্ছিন্ন ও পরিপূর্ণ রেস্ট নিশ্চিত করার লক্ষ্যে পৃথিবীর অন্যান্য দেশের স্বনামধন্য এয়ারলাইনসগুলোর মতো সব ক্রুর জন্য সিঙ্গেল রুম নিশ্চিত, মহিলা কেবিন ক্রুদের ৩ বছর পর্যন্ত বিবাহ না করার এই বৈষম্য দূর করা, ফ্লাইট সার্ভিস ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো, শিডিউলার থেকে শুরু করে ম্যানেজার, ডিজিএম পর্যন্ত সব স্থানে যোগ্য লোককে বসানো ও জনবল বৃদ্ধি করা। 

ক্রুরা আরও জানান, ফ্লাইট ডিউটি শেষ করার পর ডিউটি টাইমের মধ্যেই ড্রপের গাড়ি নিশ্চিত করা, ক্রুদের মাসিক অফ ডে ও বার্ষিক প্রাপ্য সব ছুটি প্রাপ্তির ব্যবস্থা, সব বৈদেশিক স্টেশন থেকে অ্যালাউন্স উত্তোলনের ব্যবস্থা, ব্রিফিং রুমে বিশ্রামের পর্যাপ্ত ব্যবস্থা, কেবিন ক্রুদের ইউনিফর্ম, স্যুটকেস, হ্যান্ডব্যাগ ইত্যাদি ইউনিফর্ম দ্রব্যাদি বিমান থেকে সঠিক সময়ে প্রাপ্তি সহজীকরণ, দাম্মাম, কুয়েত স্টেশনে স্লিপের ব্যবস্থা, কেবিন ক্রুদের হোটেল নির্বাচনের সময় তাঁদের প্রতিনিধির অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে হবে। 

দাবিগুলো নিয়ে ৮ আগস্ট বিমানের সাবেক এমডি ও সিইওকে স্মারকলিপি দিয়েছিলেন কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি মো. ফিরোজ মিয়া আবীর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আক্তার (লোটাস)। এমডিকে ওএসডি করার কারণে আজ তাঁরা পরিচালককে (কাস্টমার সার্ভিস) এই দাবিগুলো জানান। 

এদিকে বিমান বলছে, কিছু কেবিন ক্রু চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে। তাঁদের পাঁচ বছর পরপর কর্মদক্ষতা বিবেচনায় নিয়ে পরবর্তী সময় চুক্তি নবায়ন করা হয়। তবে তাঁরা যে চাকরি স্থায়ীর সুপারিশ করেছে, সেটি সম্ভব নয়। কারণ, স্থায়ী করলে তাঁরা ৫৭ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত চাকরি করবে। বিশ্বের কোনো এয়ারলাইনসে এত বয়স্ক কেবিন ক্রুকে দায়িত্ব পালন করতে দেখা যায় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত