Ajker Patrika

এবার ঢাকার সঙ্গে সারা দেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ জুন ২০২১, ১০: ৩১
এবার ঢাকার সঙ্গে সারা দেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

ঢাকা: করোনার সংক্রমণের কারণে আজ মঙ্গলবার থেকে ঢাকার সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ। এবার যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হলো। আজ দিবাগত রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করার। তবে পণ্যবাহী সব ট্রেন চলবে। একই সঙ্গে আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনও চলবে।’

এদিকে যাঁরা ট্রেনের অগ্রিম টিকিট কেটেছিল, তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী। অগ্রিম টিকিট ফেরত দিতে সংশ্লিষ্ট টিকিট কাউন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২৪ মে প্রথম দফায় ২৮ জোড়া আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ও কমিউটার ৯ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চালু করা হয়েছিল। দ্বিতীয় দফায় গত ৯ জুন থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল।

করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে সাত জেলায় (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ এবং গোপালগঞ্জ) আজ থেকে লকডাউন চলছে। রাজধানী ঢাকার আশপাশের এসব জেলায় লকডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে বাসের পাশাপাশি যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আজ কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

বন্ধ ২২ জোড়া আন্তঃনগর ট্রেন
সুবর্ণা এক্সপ্রেস, মহানগর গোধুলী এক্সপ্রেস, মহানগর প্রভাতি এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস।

বন্ধ ১০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন
কর্ণফুলী কমিউটার, বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, ঢাকা কমিউটার, ঢাকা চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া কমিউটার, টাঙ্গাইল কমিউটার।

আগামী ৩০ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

আফগানিস্তানে তালেবানের শাসন: বাস্তবতা বনাম প্রচারণা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত