Ajker Patrika

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশগামী শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে বললেন হাইকোর্ট

বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড টিকা দেওয়ার ব্যবস্থা করা দরকার। সে জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে দায়িত্ব দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভ্যার্চুয়াল বেঞ্চ আইনজীবী জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দায়িত্ব দেন।

আদালত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বা সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাসকে স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করতে বলেন।

লেখাপড়ার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের করোনা টিকার ব্যবস্থা করতে আদালতের কাছে আর্জি জানান আইনজীবী এসকে জাহাঙ্গীর আলম।

এ সময় আদালত সরকার পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ছাত্রই টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে তাদের সেশন শুরু হয়ে যাবে। এসব শিক্ষার্থীদের কীভাবে টিকার ব্যবস্থা করা যায় এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, 'আমি আজই এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলব।'

এ সময় আইনজীবী জাহাঙ্গীর আলমকে শিক্ষার উদ্দেশে বিদেশগামী শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদপ্তরে একটি আবেদনও করতে বলেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত