নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের পদক্ষেপের কারণে গত কয়েক বছর খাদ্যশস্যের বাজারমূল্য স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ দাবি করা হয়।
২০১৪ সালে মোটা চালের কেজিপ্রতি গড় খুচরামূল্য ৩৭ দশমিক ০৬ টাকা ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৯ সালে তা কমে ২৯ দশমিক ২৯ টাকায় আসে বলে জানানো হয়। ২০২০ ও ২০২১ সালে হয় যথাক্রমে ৩৮ দশমিক ৪৪ টাকা ও ৪৩ দশমিক ২৭ টাকা। ২০২২ সালে কেজিপ্রতি মূল্য ৪২ দশমিক ৯৮ টাকা।
দেশে কোনো খাদ্য ঘাটতি নেই দাবি করে প্রতিবেদনে জানানো হয় ২০২০-২১ অর্থবছরে ৩৭৬ দশমিক ০৮ লাখ মেট্রিক টন চাল ও ১০ দশমিক ৮৫ লাখ মেট্রিক টন গমসহ ৩৮৬ দশমিক ৯৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়।
উৎপাদনের পরিমাণ ওই সময়কার খাদ্যশস্যের চাহিদার তুলনায় বেশি ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। প্রতিবেদনে সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের প্রাক্কলিত উৎপাদন ৪০১ দশমিক ৩৬ লাখ মেট্রিক টন (চাল ৩৮৯ দশমিক ১০ লাখ মেট্রিক টন ও গম ১২ দশমিক ২৬ মেট্রিক টন)। সদ্য বিদায়ী অর্থবছরে উদ্বৃত্ত উৎপাদন হওয়ার কথা বলা হয় প্রতিবেদনে।
বিদায়ী ২০২১-২২ অর্থবছরের ২৮ জুন পর্যন্ত সরকারিভাবে ৬ দশমিক ৮৪ লাখ মেট্রিক টন চাল ও ৫ দশমিক ৪২ লাখ মেট্রিক টন গম আমদানি করা হয় বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এ সময়ে বেসরকারিভাবে ৩ দশমিক ০৫ লাখ মেট্রিক টন চাল ও ৩৩ দশমিক ৪১ লাখ মেট্রিক টন গমসহ ৩৬ দশমিক ৪৬ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে।
২০২১-২২ অর্থবছরের ২৩ জুন পর্যন্ত ওএমএসের আওতায় ৪ দশমিক ৬৩২ লাখ মেট্রিক টন চাল ও ৪ দশমিক ২২ মেট্রিক টন গম বিতরণ করা হয়েছে। আগের অর্থবছরে ১ দশমিক ২৮ লাখ মেট্রিক টন চাল ও ২ দশমিক ২৮ মেট্রিক টন গম বিতরণ করা হয়েছিল। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ৫০ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। গত অর্থবছরে ছিল ৭ দশমিক ৪২ লাখ মেট্রিক টন।
ইউনিয়ন পর্যায়ে অতিদরিদ্রদের জন্য প্রতি কেজি চাল ১০ টাকা হারে বিতরণের কার্যক্রম অব্যাহত আছে বলে বৈঠকে জানানো হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০২১-২২ অর্থবছরে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ৭ লাখ ৫০ হাজার ৩৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। উপকারভোগী পরিবারের সংখ্যা বাড়িয়ে ৫০ লাখ থেকে ৫০ লাখ ১০ হাজার ৫০৯ জনে উন্নীত করা হয়েছে।
বৈঠকে বাজার মনিটরিংয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করে খাদ্যদ্রব্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখার জন্য সবার সহায়তা কামনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ এবং আয়েন উদ্দিন।
সরকারের পদক্ষেপের কারণে গত কয়েক বছর খাদ্যশস্যের বাজারমূল্য স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ দাবি করা হয়।
২০১৪ সালে মোটা চালের কেজিপ্রতি গড় খুচরামূল্য ৩৭ দশমিক ০৬ টাকা ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৯ সালে তা কমে ২৯ দশমিক ২৯ টাকায় আসে বলে জানানো হয়। ২০২০ ও ২০২১ সালে হয় যথাক্রমে ৩৮ দশমিক ৪৪ টাকা ও ৪৩ দশমিক ২৭ টাকা। ২০২২ সালে কেজিপ্রতি মূল্য ৪২ দশমিক ৯৮ টাকা।
দেশে কোনো খাদ্য ঘাটতি নেই দাবি করে প্রতিবেদনে জানানো হয় ২০২০-২১ অর্থবছরে ৩৭৬ দশমিক ০৮ লাখ মেট্রিক টন চাল ও ১০ দশমিক ৮৫ লাখ মেট্রিক টন গমসহ ৩৮৬ দশমিক ৯৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়।
উৎপাদনের পরিমাণ ওই সময়কার খাদ্যশস্যের চাহিদার তুলনায় বেশি ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। প্রতিবেদনে সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের প্রাক্কলিত উৎপাদন ৪০১ দশমিক ৩৬ লাখ মেট্রিক টন (চাল ৩৮৯ দশমিক ১০ লাখ মেট্রিক টন ও গম ১২ দশমিক ২৬ মেট্রিক টন)। সদ্য বিদায়ী অর্থবছরে উদ্বৃত্ত উৎপাদন হওয়ার কথা বলা হয় প্রতিবেদনে।
বিদায়ী ২০২১-২২ অর্থবছরের ২৮ জুন পর্যন্ত সরকারিভাবে ৬ দশমিক ৮৪ লাখ মেট্রিক টন চাল ও ৫ দশমিক ৪২ লাখ মেট্রিক টন গম আমদানি করা হয় বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এ সময়ে বেসরকারিভাবে ৩ দশমিক ০৫ লাখ মেট্রিক টন চাল ও ৩৩ দশমিক ৪১ লাখ মেট্রিক টন গমসহ ৩৬ দশমিক ৪৬ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে।
২০২১-২২ অর্থবছরের ২৩ জুন পর্যন্ত ওএমএসের আওতায় ৪ দশমিক ৬৩২ লাখ মেট্রিক টন চাল ও ৪ দশমিক ২২ মেট্রিক টন গম বিতরণ করা হয়েছে। আগের অর্থবছরে ১ দশমিক ২৮ লাখ মেট্রিক টন চাল ও ২ দশমিক ২৮ মেট্রিক টন গম বিতরণ করা হয়েছিল। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ৫০ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। গত অর্থবছরে ছিল ৭ দশমিক ৪২ লাখ মেট্রিক টন।
ইউনিয়ন পর্যায়ে অতিদরিদ্রদের জন্য প্রতি কেজি চাল ১০ টাকা হারে বিতরণের কার্যক্রম অব্যাহত আছে বলে বৈঠকে জানানো হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০২১-২২ অর্থবছরে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ৭ লাখ ৫০ হাজার ৩৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। উপকারভোগী পরিবারের সংখ্যা বাড়িয়ে ৫০ লাখ থেকে ৫০ লাখ ১০ হাজার ৫০৯ জনে উন্নীত করা হয়েছে।
বৈঠকে বাজার মনিটরিংয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করে খাদ্যদ্রব্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখার জন্য সবার সহায়তা কামনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ এবং আয়েন উদ্দিন।
নতুন রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে বাস রিকুইজিশনের ঘটনায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, এটি পিরোজপুরের ডিসির সিদ্ধান্ত, যেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের চাপে কিছু বাস বরাদ্দ করা হয়, তবে সরকারি তহবিল থেকে কোনো খরচ
১ ঘণ্টা আগেএনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য বাস রিকুইজিশনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী এই কর্মকাণ্ড জন্মলগ্নেই এনসিপির ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত দেয়। তিনি দলটিকে ভবিষ্যতে এ
১ ঘণ্টা আগেভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের প্রস্তাবটি সম্মতি দিতে ভারত সময় নিয়েছে তিন মাস।
১ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
২ ঘণ্টা আগে