নিজস্ব প্রতিবেদক, মিঠামইন থেকে
দুই যুগেরও বেশি সময় পরে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল সাড়ে ১০টার পরে তিনি জেলার মিঠামইনে আসবেন। সেখানে তিনি উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
ঢাকা থেকে মিঠামইনে এসে প্রথমে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে দুপুরের খাবার খাবেন। এরপর মিঠামইন হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ বাড়িতে স্বাগত জানাতে গতকাল সোমবার মিঠামইনে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রীকে হাওরের মাছ, অষ্টগ্রামের পনিরসহ স্থানীয় ঐতিহ্যের খাবার দিয়ে আপ্যায়ন করা হবে বলে জানান তাঁর ছেলে ও সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
আওয়ামী লীগের সভাপতির জনসভা সফল করতে কাজ করে যাচ্ছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা নিজ নিজ সমর্থনে ব্যাপক মহড়াও দিচ্ছেন।
মিঠামইন জেলা সদর থেকে বিচ্ছিন্ন হওয়ায় অনেকেই সড়কপথে এসে দুই দফা ট্রলারে করে ঘোড়াউত্রা নদী পার হয়ে পায়ে হেঁটে জনসভাস্থলে যোগ দিচ্ছেন। আবার অনেকই ট্রলারযোগে শান্তির ঘাটে নেমে জনসভাস্থলে যোগ দিচ্ছেন।
এ ছাড়া কিশোরগঞ্জ জেলা শহর থেকে করিমগঞ্জের বালিখোলা পর্যন্ত সড়কে তোরণ নির্মাণ, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভায় মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, করিমগঞ্জ, তাড়াইল, বাজিতপুর ও নিকলী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেশি আসবেন বলে জানান স্থানীয় নেতা-কর্মীরা।
কথা হয় করিমগঞ্জ উপজেলা থেকে আসা আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ তারেকের সঙ্গে। তাঁদের দাবি, করিমগঞ্জ-তাড়াইল নিয়ে গঠিত তাঁদের নির্বাচনী এলাকায় তিন মেয়াদে আওয়ামী লীগের কোনো এমপি নেই। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু তাঁদের এমপি। আগামী জাতীয় নির্বাচনে তাঁরা নৌকার প্রার্থী চান।
হাওরে প্রধানমন্ত্রী আসায় খুশি বলে জানান স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের হাওরবাসীর আর কোনো চাওয়া নেই। হাওরের উন্নয়নে তিনি সব করে দিয়েছেন।
দুই যুগেরও বেশি সময় পরে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল সাড়ে ১০টার পরে তিনি জেলার মিঠামইনে আসবেন। সেখানে তিনি উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
ঢাকা থেকে মিঠামইনে এসে প্রথমে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে দুপুরের খাবার খাবেন। এরপর মিঠামইন হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ বাড়িতে স্বাগত জানাতে গতকাল সোমবার মিঠামইনে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রীকে হাওরের মাছ, অষ্টগ্রামের পনিরসহ স্থানীয় ঐতিহ্যের খাবার দিয়ে আপ্যায়ন করা হবে বলে জানান তাঁর ছেলে ও সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
আওয়ামী লীগের সভাপতির জনসভা সফল করতে কাজ করে যাচ্ছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা নিজ নিজ সমর্থনে ব্যাপক মহড়াও দিচ্ছেন।
মিঠামইন জেলা সদর থেকে বিচ্ছিন্ন হওয়ায় অনেকেই সড়কপথে এসে দুই দফা ট্রলারে করে ঘোড়াউত্রা নদী পার হয়ে পায়ে হেঁটে জনসভাস্থলে যোগ দিচ্ছেন। আবার অনেকই ট্রলারযোগে শান্তির ঘাটে নেমে জনসভাস্থলে যোগ দিচ্ছেন।
এ ছাড়া কিশোরগঞ্জ জেলা শহর থেকে করিমগঞ্জের বালিখোলা পর্যন্ত সড়কে তোরণ নির্মাণ, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভায় মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, করিমগঞ্জ, তাড়াইল, বাজিতপুর ও নিকলী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেশি আসবেন বলে জানান স্থানীয় নেতা-কর্মীরা।
কথা হয় করিমগঞ্জ উপজেলা থেকে আসা আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ তারেকের সঙ্গে। তাঁদের দাবি, করিমগঞ্জ-তাড়াইল নিয়ে গঠিত তাঁদের নির্বাচনী এলাকায় তিন মেয়াদে আওয়ামী লীগের কোনো এমপি নেই। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু তাঁদের এমপি। আগামী জাতীয় নির্বাচনে তাঁরা নৌকার প্রার্থী চান।
হাওরে প্রধানমন্ত্রী আসায় খুশি বলে জানান স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের হাওরবাসীর আর কোনো চাওয়া নেই। হাওরের উন্নয়নে তিনি সব করে দিয়েছেন।
গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের লক্ষ্যে বৈঠকে বসেছে ইন্দো-বাংলাদেশ যৌথ নদী কমিশনের একটি কারিগরি দল। আজ বৃহস্পতিবার কলকাতায় এই বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে দুই দেশ গঙ্গা নদীর পানি ভাগাভা
১৮ মিনিট আগেএবার আটজন ব্যক্তিকে স্বাধীনতা পদক দেবে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ শিগগিরই সর্বোচ্চ রাষ্ট্রীয় এই পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করবে। এই তালিকায় রয়েছেন আবরার ফাহাদ। এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে, কেন তাঁকে স্বাধীনতা পদক দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে মুখ খুলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা
৪০ মিনিট আগেজাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের এক সফরে আগামী ১৩ মার্চ বাংলাদেশে আসছেন। এই সময়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন...
২ ঘণ্টা আগেএ বিষয়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করছি না। তবে যেসব স্থানে মবজাস্টিস হচ্ছে, সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে। কোথাও কোথাও পুলিশের ওপরেও হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের গ্রেপ্তারে তৎপর রয়েছে...
২ ঘণ্টা আগে