নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্ষণ মামলায় টাঙ্গাইলের গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ভিকটিমের গর্ভে জন্ম নেওয়া শিশুর ডিএনএ মেলেনি—এমন প্রতিবেদন দাখিলের পর রাষ্ট্রপক্ষের করা আবেদন আজ সোমবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। বড় মনিরের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি বলেন, ওই কিশোরীর জন্ম দেওয়া শিশুটির ‘জৈবিক পিতা’ গোলাম কিবরিয়া নন বলে ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এসেছে। প্রতিবেদন দাখিলের পর রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
বড় মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ভাই ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব। এর আগে ওই কিশোরী বাদী হয়ে গত ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়।
এজাহারে বলা হয়, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে ওই কিশোরীর বিরোধ সৃষ্টি হয়। বিরোধের বিষয়টি গোলাম কিবরিয়াকে জানানোর পর তিনি সমস্যা সমাধান করার আশ্বাস দেন। গত বছরের ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া ওই কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং তার আপত্তিকর ছবি তুলে রাখেন। পরবর্তীকালে আপত্তিকর ওই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বড় মনির গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকেন। তবে ওই কিশোরী রাজি না হলে গত ২৯ মার্চ বড় মনির কিশোরীকে তুলে নিয়ে আবার ধর্ষণ করেন। ঘটনার পর গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবও কিশোরীকে মারধর করেন।
ধর্ষণ মামলায় টাঙ্গাইলের গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ভিকটিমের গর্ভে জন্ম নেওয়া শিশুর ডিএনএ মেলেনি—এমন প্রতিবেদন দাখিলের পর রাষ্ট্রপক্ষের করা আবেদন আজ সোমবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। বড় মনিরের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি বলেন, ওই কিশোরীর জন্ম দেওয়া শিশুটির ‘জৈবিক পিতা’ গোলাম কিবরিয়া নন বলে ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এসেছে। প্রতিবেদন দাখিলের পর রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
বড় মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ভাই ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব। এর আগে ওই কিশোরী বাদী হয়ে গত ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়।
এজাহারে বলা হয়, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে ওই কিশোরীর বিরোধ সৃষ্টি হয়। বিরোধের বিষয়টি গোলাম কিবরিয়াকে জানানোর পর তিনি সমস্যা সমাধান করার আশ্বাস দেন। গত বছরের ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া ওই কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং তার আপত্তিকর ছবি তুলে রাখেন। পরবর্তীকালে আপত্তিকর ওই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বড় মনির গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকেন। তবে ওই কিশোরী রাজি না হলে গত ২৯ মার্চ বড় মনির কিশোরীকে তুলে নিয়ে আবার ধর্ষণ করেন। ঘটনার পর গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবও কিশোরীকে মারধর করেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৪৩ মিনিট আগেবৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সে জন্য কর্মসূচি নিয়েছিলাম। এতে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে।’
১ ঘণ্টা আগেমাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে সচিবের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেঅর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন। অন্যদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
৩ ঘণ্টা আগে