Ajker Patrika

সুদান থেকে ১৩৫ বাংলাদেশি আগামীকাল ঢাকা পৌঁছাবেন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ মে ২০২৩, ২৩: ৩৯
সুদান থেকে ১৩৫ বাংলাদেশি আগামীকাল ঢাকা পৌঁছাবেন

গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে ১৩৫ বাংলাদেশির প্রথম ব্যাচ আগামীকাল সোমবার সকালে ঢাকা পৌঁছাবেন। সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে আজ রোববার রাতে তাঁরা জেদ্দা থেকে ঢাকা রওনা হবেন।

দূতাবাস জানায়, আজ দিনের বিভিন্ন সময় সৌদি বিমানবাহিনীর দুটি বিশেষ ফ্লাইটে ৬০ ব্যক্তিকে সুদানের বন্দরনগরী পোর্ট সুদান থেকে জেদ্দা নিয়ে আসা হয়েছে। আরও একটি ফ্লাইটে প্রায় ৬৫ ব্যক্তিকে আজই জেদ্দা নিয়ে আসার কথা রয়েছে। এর আগে প্রায় ১০ ব্যক্তি সৌদি জাহাজে পোর্ট সুদান থেকে জেদ্দা পৌঁছান। 

এই ১৩৫ জনের মধ্যে ১৭ জন নারী, ১১টি শিশু ও অন্তত ৮ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন বলে কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত