Ajker Patrika

শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ

আজকের পত্রিকা ডেস্ক
Thumbnail image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগে একের পর এক মামলা করা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এসব মামলায় বিচারের জন্য ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি। 

রয়টার্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। তাই তাঁকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তিনি বলেন, ‘ভারতের দিল্লিতে তাঁর (শেখা হাসিনা) অবস্থান... প্রশ্ন আসছে যে... তাঁর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, এ কারণে আসতে পারে... তা ছাড়া এ নিয়ে অনেক ধারণাও আছে... আমি অবশ্য এ বিষয়ে উত্তর দেওয়ার যথাযথ ব্যক্তি নই। তবে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে যদি অনুরোধ আসে, তাহলে আমাদের তাঁকে (শেখ হাসিনাকে) বাংলাদেশে ফেরত চাইতে হতে পারে।’ 

মো. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে। আমি মনে করি, ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত—এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে।’ 

এ ছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কারও সঙ্গে শত্রুতা নয়, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই।

আমাদের লক্ষ্য হলো, একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো, জাতীয় স্বার্থ রক্ষা করা।’ 

ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ বিভিন্ন জায়গায় শতাধিক হত্যা মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত