আজকের পত্রিকা ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগে একের পর এক মামলা করা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এসব মামলায় বিচারের জন্য ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
রয়টার্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। তাই তাঁকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তিনি বলেন, ‘ভারতের দিল্লিতে তাঁর (শেখা হাসিনা) অবস্থান... প্রশ্ন আসছে যে... তাঁর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, এ কারণে আসতে পারে... তা ছাড়া এ নিয়ে অনেক ধারণাও আছে... আমি অবশ্য এ বিষয়ে উত্তর দেওয়ার যথাযথ ব্যক্তি নই। তবে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে যদি অনুরোধ আসে, তাহলে আমাদের তাঁকে (শেখ হাসিনাকে) বাংলাদেশে ফেরত চাইতে হতে পারে।’
মো. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে। আমি মনে করি, ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত—এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে।’
এ ছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কারও সঙ্গে শত্রুতা নয়, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই।
আমাদের লক্ষ্য হলো, একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো, জাতীয় স্বার্থ রক্ষা করা।’
ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ বিভিন্ন জায়গায় শতাধিক হত্যা মামলা করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগে একের পর এক মামলা করা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এসব মামলায় বিচারের জন্য ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
রয়টার্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। তাই তাঁকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তিনি বলেন, ‘ভারতের দিল্লিতে তাঁর (শেখা হাসিনা) অবস্থান... প্রশ্ন আসছে যে... তাঁর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, এ কারণে আসতে পারে... তা ছাড়া এ নিয়ে অনেক ধারণাও আছে... আমি অবশ্য এ বিষয়ে উত্তর দেওয়ার যথাযথ ব্যক্তি নই। তবে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে যদি অনুরোধ আসে, তাহলে আমাদের তাঁকে (শেখ হাসিনাকে) বাংলাদেশে ফেরত চাইতে হতে পারে।’
মো. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে। আমি মনে করি, ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত—এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে।’
এ ছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কারও সঙ্গে শত্রুতা নয়, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই।
আমাদের লক্ষ্য হলো, একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো, জাতীয় স্বার্থ রক্ষা করা।’
ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ বিভিন্ন জায়গায় শতাধিক হত্যা মামলা করা হয়েছে।
বইমেলার বাইরে রাস্তায় মেলার সজ্জা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের কিছু পোস্টার দেখা যায়। ‘৫২–এর চেতনা ২৪–এর প্রেরণা’ স্লোগান লেখা একটি পোস্টারে থাকা ছবি নিয়ে ফেসবুকে সমালোচনা তৈরি হয়। বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনাকে উপস্থাপন করতে এখানে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি ১৯৭১ সালের ১৫ মার্চ কেন্দ্রীয় শহীদ
২ ঘণ্টা আগেফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ ঘণ্টা আগেকোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খান, তাঁর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম ও ছেলে মো. আসিবুর রহমানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদ বিবরণীর নোটিশ
১৪ ঘণ্টা আগেভূমধ্যসাগর হয়ে অবৈধ উপায়ে ইতালি যাওয়ার সময় নৌকাডুবির শিকার হয়ে মারা যাওয়া ২৩ ব্যক্তিকে লিবিয়ায় দাফন করা হয়েছে। এসব মৃতদেহের অবয়ব দেখে রেড ক্রিসেন্টসহ লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, নিহতরা বাংলাদেশের নাগরিক। এদিকে নৌকাডুবির ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে