Ajker Patrika

প্রবাসীদের করোনা পরীক্ষা আপাতত আরটিপিসিআরে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৪৭
Thumbnail image

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশিদের জন্য বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর ল্যাব বসানোর কথা থাকলেও আরটিপিসিআর মেশিন দিয়েই কাজ শুরু করা হবে। আজ মঙ্গলবার সকালে বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব বসানোর জায়গা পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এ সিদ্ধান্ত জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, এয়ারপোর্টের পার্কিং লটে ল্যাব প্রস্তুত করতে কিছুটা সময় লাগবে। তাই আপাতত টার্মিনালের ভেতরেই ল্যাবের কাজ শুরু হবে। এই সপ্তাহের মধ্যেই ল্যাবের কার্যক্রম শুরু করা যাবে। 

তবে যে সাতটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে তাদের মেশিনগগুলো আরব আমিরাত অনুমোদন দিয়েছে কি না, সে ব্যাপারে এখনো কোনো তথ্য জানাতে পারেননি তিনি। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এয়ারপোর্টের ভেতরে ছোট জায়গা দেওয়া হয়েছে, সেখানে আপাতত কাজ শুরু হবে। তবে ল্যাবের মূল স্ট্রাকচার হবে কার পার্কিংয়ের জায়গায়। যে সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে, তারাই ল্যাব বসাবে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত