Ajker Patrika

ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ০১ মে ২০২৩, ০৯: ৫২
ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন বৈঠকে অংশ নিতে বেলজিয়ামের ব্রাসেলসে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আগামী ১ থেকে ৫ মে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তরে সরকারিভাবে এই সফর করবেন তিনি। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানে তিনি ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। ইইউর স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার উলভা জোহানসন, দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জানেজ লেনারকিক, আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক কমিশনার জুটটা ইউপিলাইনেন, অর্থ ও বাণিজ্যবিষয়ক উপনির্বাহী কমিশনারের সঙ্গে বৈঠক করবেন শাহরিয়ার আলম। 

এ ছাড়া তিনি ইইউর প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পর্যায়ের পররাষ্ট্রবিষয়ক ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি ডেভিড ম্যাক এ্যলিস্টার, আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি বারনড ল্যাঙ্গে, মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সহসভাপতি ক্রিস পিটারসসহ উচ্চপর্যায়ের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন। 

এ ছাড়া তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ এবং বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন। 

পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হবেন। প্রতিমন্ত্রী বেলজিয়াম সফর শেষে ৫ মে লন্ডনে যাত্রা করবেন এবং যুক্তরাজ্যের রাজার অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যোগদান করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত