Ajker Patrika

আরাকান আর্মি ও আরসার মর্টারশেল বাংলাদেশে পড়েছে, দাবি মিয়ানমারের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১২: ১৮
Thumbnail image

মিয়ানমার সরকার দাবি করেছে, সে দেশ থেকে বাংলাদেশে যেসব মর্টারশেল পড়েছে, সেগুলো সে দেশের দুই সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি ও আরসা ছুড়েছে।

বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দ্বিপক্ষীয় ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের অবনতি ঘটানোর জন্য দুই সশস্ত্র গোষ্ঠী এসব কাণ্ড ঘটাচ্ছে বলে মিয়ানমারের দাবি।

সোমবার মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব দাবি করেছে দেশটি।

মর্টারশেল পড়া ও মাইন বিস্ফোরণে বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর এক সদস্য মারা গেছেন, আহত হয়েছেন কয়েকজন বাংলাদেশি নাগরিক।

এ ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে চারবার তলব করে প্রতিবাদ জানিয়েছে সরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত