আজকের পত্রিকা ডেস্ক
দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তাদের সুপারিশ অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে চার মাস। এ সময়ে জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করার কথা বলা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের সব নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে গঠিত বৃহত্তর নির্বাচনমণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করার কথাও বলেছে কমিশন।
ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আজ শনিবার অন্তর্বর্তী সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি প্রতিবেদনের সারসংক্ষেপ জমা দিয়েছিল কমিশন।
তবে ২৬ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কমিশনের সুপারিশের কয়েকটি বিষয় উল্লেখ করে বলেন, এগুলো বাস্তবায়িত হলে ইসির ক্ষমতা খর্ব হবে। এগুলো বাস্তবায়িত হলে তাঁরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।
সিইসির আপত্তির বিষয়গুলোর মধ্যে ছিল সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এবং শপথ ভঙ্গ করলে কমিশনারদের মেয়াদ পরবর্তী সময়ে উত্থাপিত অভিযোগ প্রস্তাবিত সংসদীয় কমিটি তদন্ত করে সুপারিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানোর বিধান করা; ভবিষ্যতে সীমানা নির্ধারণের জন্য একটি আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কমিশন গঠন করা; জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিবর্তে ‘জাতীয় নাগরিক ডেটা কমিশন’ নামের একটি স্বতন্ত্র স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা গঠন করা ইত্যাদি।
শনিবার কমিশনের জমা দেওয়া পূর্ণাঙ্গ প্রতিবেদনে এ বিষয়গুলো আছে। এ ছাড়া সংসদে ৪০ শতাংশ ভোট না পড়লে পুনর্নির্বাচন ও না ভোটের বিধান যুক্ত করার সুপারিশও করেছে কমিশন।
এর বাইরে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়া; ভোটারপ্রতি ১০ টাকা হিসাবে নির্বাচনী ব্যয় নির্ধারণ করা; গণভোটের বিধান কার্যকর করা; উচ্চকক্ষের ১০০ আসনের মধ্যে প্রতি দলের ৫০ শতাংশ সদস্য এবং বাকি ৫০ শতাংশ নির্দলীয় ভিত্তিতে নাগরিক সমাজ, শিক্ষাবিদ, বিজ্ঞানী, মানবসেবা প্রদানকারী, শ্রমজীবীদের প্রতিনিধি, নারী উন্নয়নকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে সংখ্যানুপাতিক হারে নির্বাচিত করা; দলীয় ও নির্বাচিতদের মধ্যে কমপক্ষে ৩০ শতাংশ নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করাসহ বিভিন্ন সুপারিশ করেছে কমিশন।
দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তাদের সুপারিশ অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে চার মাস। এ সময়ে জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করার কথা বলা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের সব নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে গঠিত বৃহত্তর নির্বাচনমণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করার কথাও বলেছে কমিশন।
ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আজ শনিবার অন্তর্বর্তী সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি প্রতিবেদনের সারসংক্ষেপ জমা দিয়েছিল কমিশন।
তবে ২৬ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কমিশনের সুপারিশের কয়েকটি বিষয় উল্লেখ করে বলেন, এগুলো বাস্তবায়িত হলে ইসির ক্ষমতা খর্ব হবে। এগুলো বাস্তবায়িত হলে তাঁরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।
সিইসির আপত্তির বিষয়গুলোর মধ্যে ছিল সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এবং শপথ ভঙ্গ করলে কমিশনারদের মেয়াদ পরবর্তী সময়ে উত্থাপিত অভিযোগ প্রস্তাবিত সংসদীয় কমিটি তদন্ত করে সুপারিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানোর বিধান করা; ভবিষ্যতে সীমানা নির্ধারণের জন্য একটি আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কমিশন গঠন করা; জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিবর্তে ‘জাতীয় নাগরিক ডেটা কমিশন’ নামের একটি স্বতন্ত্র স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা গঠন করা ইত্যাদি।
শনিবার কমিশনের জমা দেওয়া পূর্ণাঙ্গ প্রতিবেদনে এ বিষয়গুলো আছে। এ ছাড়া সংসদে ৪০ শতাংশ ভোট না পড়লে পুনর্নির্বাচন ও না ভোটের বিধান যুক্ত করার সুপারিশও করেছে কমিশন।
এর বাইরে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়া; ভোটারপ্রতি ১০ টাকা হিসাবে নির্বাচনী ব্যয় নির্ধারণ করা; গণভোটের বিধান কার্যকর করা; উচ্চকক্ষের ১০০ আসনের মধ্যে প্রতি দলের ৫০ শতাংশ সদস্য এবং বাকি ৫০ শতাংশ নির্দলীয় ভিত্তিতে নাগরিক সমাজ, শিক্ষাবিদ, বিজ্ঞানী, মানবসেবা প্রদানকারী, শ্রমজীবীদের প্রতিনিধি, নারী উন্নয়নকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে সংখ্যানুপাতিক হারে নির্বাচিত করা; দলীয় ও নির্বাচিতদের মধ্যে কমপক্ষে ৩০ শতাংশ নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করাসহ বিভিন্ন সুপারিশ করেছে কমিশন।
জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা প্রকাশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজ শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের খসড়া পাঠানোর পর এটি প্রকাশ করা হয়।
৫ মিনিট আগেরাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের খসড়া। আজ শনিবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দলগুলোর কাছে তা পাঠানো হয় বলে একাধিক সূত্রে জানা গেছে। চূড়ান্ত খসড়ায় সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্য হওয়া ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা রয়েছে বলে জানা গেছে।
২৮ মিনিট আগেস্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো চাঁদাবাজকে থাকতে দেওয়া হবে না। যত বড় প্রভাবশালীই হোক, চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে। আজ শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি...
২ ঘণ্টা আগেজন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
২ ঘণ্টা আগে